কলকাতা: নিজের ভোট নিজে দিতেই পারলেন না। উল্টে তৃণমূলের (TMC) এক বুথ এজেন্টের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন ভোটার! কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে ঘটল এমনই এক অবাক করা ঘটনা। শেষমেশ নিজের ভোট নিজে না দিতে পেরে ক্ষোভে বুথ থেকে বেরিয়েই গেলেন ভোটার।
ঠিক কী ঘটেছে?
অবাধ বুথ দখল, ছাপ্পা ভোট, কলকাতা পুরভোটে (Kolkata Municipality Election 2021) এমনই সব অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। অন্যদিকে একই অভিযোগ করে পথে বামেরাও। এই প্রেক্ষিতে এক অবাক করা ঘটনা ঘটল ১১০ নম্বর ওয়ার্ডের বুথ নম্বর আটে।
শোভন কবিরাজ নামে এক ব্যক্তি এসেছিলেন ভোট দিতে। কিন্তু তিনি জানতে পারেন ভোট দেওয়া হয়ে গিয়েছে! কারণ জানতে চাইলে তৃণমূলের বুথ এজেন্ট ভোটার লিস্ট দেখেটেখে বলেন, ‘আপনি এই নম্বরে ভোট দিয়ে দিন’। প্রস্তাব শুনে অবাক হয়ে যান শোভনবাবু। তিনি পরিষ্কার জানান, এমন গর্হিত কাজ তিনি করবেন না। এদিকে তৃণমূল এজেন্টকে তখন অনুনয় করতে শোনা যায়। তিনি ভোট দিতে চাইছেন না, অন্যদিকে তাঁকে রীতিমতো অন্যের হয়ে ভোট দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে শোনা যায় তৃণমূলের বুথ এজেন্টকে।
এদিকে শোভনবাবুকে বলতে শোনা যায়, “আমার ভোট যখন হয়ে গিয়েছে বলছেন, ভোটই দেব না।” এদিকে নাছোড় তৃণমূল বুথ এজেন্ট বলে যাচ্ছেন, “আমি বলছি, ভোটটা দিয়ে দিন”। এদিকে শোভনবাবু বলে যান, “এটা কী করে হয়! আমি ভোট দেব না অন্যের। আমি ভোট দেব না, সে ঠিক আছে। বলেন যদি চলে যাব। আমি অন্যের হয়ে ভোট দেব না। এই অপরাধ আমি করব না। জেনেশুনে কেন অপরাধ করতে যাব।” এর পর ধন্যবাদ জানিয়ে বুথ ছাড়েন তিনি।
এদিকে এই ঘটনা প্রিসাইডিং অফিসারের চোখের সামনেই ঘটেছে বলে অভিযোগ বিরোধীদের। তাঁকে দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে বলে অভিযোগ তাঁদের।