Kolkata municipal corporation election 2021: আক্রান্ত ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী, কাজই করেনি কমিশন, দাবি রবীন দেবের
Kolkata Municipality Election 2021: রবিন দেবের অভিযোগ, সকাল থেকেই কলকাতা পুরসভার ১০০ এবং ৯৯ নম্বর ওয়ার্ডের বুথ দখল করা হচ্ছে। ভিন জায়গা থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এই প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রবীন দেব।
কলকাতা: অবাধ বুথ দখল, ছাপ্পা ভোট, কলকাতা পুরভোটে (Kolkata Municipality Election 2021) এমনই সব অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। অন্যদিকে একই অভিযোগ করে পথে বামেরাও। অভিযোগ, একের পর এক বুথ দখল করা হচ্ছে। এমনকী সিপিএম প্রার্থীকেও বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে।
সিপিএম নেতা রবিন দেবের অভিযোগ, সকাল থেকেই কলকাতা পুরসভার ১০০ এবং ৯৯ নম্বর ওয়ার্ডের বুথ দখল করা হচ্ছে। ভিন জায়গা থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এই প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রবীন দেব।
সিপিএমন নেতার কথায়, “বারুইপুর থেকে লোক এনেছে আমরা ধরেছি। আরও তিনঘণ্টা ভোট বাকি। ভোট শান্তিপূর্ণ করার আবেদন কমিশনকে জানিয়েছিলাম। তবু টাকি স্কুলে বোমাবাজির ঘটনা ঘটেছে। প্রশাসনকে আগে থেকে বলেও কাজ হয়নি। সামগ্রিকভাবে কোনও কাজই করেনি কমিশন। পুনর্নির্বাচন করাতে চাইলে প্রিসাইডিং অফিসারকে এজেন্ট তা জানিয়ে থাকেন। কিন্তু এজেন্টদের না বসতে দিলে কী হবে?” তাঁর অভিযোগ, ভোটে অশান্তিকারী কোনও দুষ্কৃতীকেই গ্রেফতার করা হয়নি।
এদিকে এর মধ্যে বেলার দিকে খিদিরপুরে অবরোধ করে বামেরা। ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর অভিযোগ ছাপ্পা ভোটের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হয়েছেন তিনি। তাঁর শারীরির একাধিক অংশ কেটে-ছড়ে গিয়েছি। তৃণমূলের প্রায় ২০০-৩০০ বাইক বাহিনী এসে সন্ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ ওই সিপিএম প্রার্থীর। যদিও এ নিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শনিবার সাংবাদিক বৈঠক করে রবীন দেবরা অভিযোগ করলেন পুরভোটের দায়িত্বে থাকছেন ‘ভুয়ো অফিসাররা’। এমনকী অন্যান্য অফিসারকে তাদের হয়ে কা জ করার জন্য চাপ দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) বলেও দাবি সিপিএমের (CPIM)।
শনিবারই সিপিএম নেতা রবীন দেব সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, “শান্তিপূর্ণ ভোট এই কমিশনের অধীনে সম্ভব নয়।” তাঁর মন্তব্য, “পাটুলি ১০১ নম্বর ওয়ার্ডের এক পুলিশ অফিসার শাসক দলের হয়ে কাজ করছেন। ১০৯ নম্বর ওয়ার্ডে এমন সন্ত্রাস হচ্ছে যে বিরোধীদের কেউ এজেন্ট হিসাবে বসতেই রাজি হচ্ছে না। আবার ১০৩ নম্বর, ১০৬ নম্বর এবং ১১১ নম্বর ওয়ার্ডে-ও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে একই অভিযোগ করে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি। আবার বটতলা এলাকায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস একযোগে থানা ঘেরাও করে প্রতিবাদ করছে।