বাংলা বাণিজ্যিক ছবিতে সৃজিতের মতে সেরা তিন অভিনেত্রী কারা? পরিচালক যা বললেন
২৫ ডিসেম্বর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। এই ছবিতে প্রথমবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন পরিচালক। আবার ইশা সাহার সঙ্গেও প্রথমবার কাজ করলেন সৃজিত। এই ছবিতে কাজ করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। সৃজিত-সুস্মিতার প্রথম কাজ এটা। টলিপাড়ায় নামী নায়িকাদের প্রত্যেকের সঙ্গেই কাজ হয়েছে সৃজিতের। তবে তিনি এখনও মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেননি। নতুন বছরের গোড়ায় সৃজিত শুটচিং শুরু করবেন মিমির সঙ্গে।

২৫ ডিসেম্বর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই ছবিতে প্রথমবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন পরিচালক। আবার ইশা সাহার সঙ্গেও প্রথমবার কাজ করলেন সৃজিত। এই ছবিতে কাজ করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। সৃজিত-সুস্মিতার প্রথম কাজ এটা। টলিপাড়ায় নামী নায়িকাদের প্রত্যেকের সঙ্গেই কাজ হয়েছে সৃজিতের। তবে তিনি এখনও মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেননি। নতুন বছরের গোড়ায় সৃজিত শুটিং শুরু করবেন মিমির সঙ্গে।
যেসব নায়িকাদের সঙ্গে তিনি এখনও পর্যন্ত কাজ করেছেন, তার মধ্যে বাণিজ্যিক ছবির নায়িকা যাঁরা, তাঁদের মধ্যে সেরা তিন অভিনেত্রী কারা? প্রশ্ন শুনে পরিচালক জিজ্ঞাসা করলেন, ”স্বস্তিকা মুখোপাধ্যায় কে কি বাণিজ্যিক ছবির নায়িকাদের মধ্য়ে রাখা হবে?” স্বস্তিকা বেশ কিছু বাংলা বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসাবেই কাজ করেছেন। সে কথা জানার পর সৃজিত বেছে নিলেন তিনটে নাম। সেই তিনটে নাম হলো, স্বস্তিকা মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। এই কথা বলার পর সৃজিত অবশ্য বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে তিনি কাজ করলেও, তাঁর ছবির প্রটাগনিস্ট হিসাবে এখনও কাজ করেননি প্রিয়াঙ্কা। সেই নিরিখে স্বস্তিকা আর শুভশ্রী এই দু’টো নামই বলতে চান তিনি।
এই বছর বড়দিনে তিনটে বাংলা ছবি মুক্তি পাবে। মিঠুন চক্রবর্তী-দেব অভিনীত ‘প্রজাপতি টু’ আসছে। আবার কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি সিরিজের নতুন ছবি আসছে। এরই সঙ্গে আছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। তিনটে ছবি নিয়েই দর্শকদের মধ্যে উত্সাহ দেখা যাচ্ছে। বড়দিনের বক্স অফিসে কোন বাংলা ছবি সবচেয়ে এগিয়ে যায়, এখন সেটাই দেখার অপেক্ষা।
