AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India as Superpower: ‘ভারত এখনও সুপারপাওয়ার নয়’, যুক্তি দিয়ে বোঝালেন রঘুরাম রাজন!

RBI Ex Governor Raghuram Rajan: রঘুরাম রাজন বলছেন, স্বপ্ন দেখা ভাল। একই সঙ্গে আমাদের এই খেয়ালও রাখতে হবে যে সেই স্বপ্ন ছোঁয়ার ক্ষমতা থাকাও জরুরি। আপনি হয়তো ভাবছেন ভারতের জিডিপির বৃদ্ধি তো বেশ ভাল। কিন্তু রাজনের বিশ্লেষণে উঠে আসছে এক অন্য তথ্য। তিনি মনে করিয়ে দিচ্ছেন ‘জিডিপি ডিফ্লেটর’-এর কথা।

India as Superpower: 'ভারত এখনও সুপারপাওয়ার নয়', যুক্তি দিয়ে বোঝালেন রঘুরাম রাজন!
সুপারপাওয়ার নয় আমাদের দেশ?Image Credit: Getty Images/PTI
| Updated on: Dec 18, 2025 | 2:07 PM
Share

ভারত কি সত্যিই ‘সুপারপাওয়ার’ হয়ে উঠেছে? না কি আমরা শুধুমাত্র একটা স্বপ্নে বিভোর হয়ে রয়েছি? সম্প্রতি একটি পডকাস্টে এসে এক বিরাট সতর্কবার্তা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর স্পষ্ট কথা, ভারত এখনও সুপারপাওয়ার নয়। এই লক্ষ্যে পৌঁছাতে আমাদের এখনও অন্তত ৩০ বছর ‘হোমওয়ার্ক’ করতে হবে।

রঘুরাম রাজন বলছেন, স্বপ্ন দেখা ভাল। একই সঙ্গে আমাদের এই খেয়ালও রাখতে হবে যে সেই স্বপ্ন ছোঁয়ার ক্ষমতা থাকাও জরুরি। আপনি হয়তো ভাবছেন ভারতের জিডিপির বৃদ্ধি তো বেশ ভাল। কিন্তু রাজনের বিশ্লেষণে উঠে আসছে এক অন্য তথ্য। তিনি মনে করিয়ে দিচ্ছেন ‘জিডিপি ডিফ্লেটর’-এর কথা। মুদ্রাস্ফীতি কম থাকায় আমাদের আসল বৃদ্ধির হার কিছুটা বেশি দেখাচ্ছে।

কিন্তু আমাদের কী করতে হবে? এখানে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর কিন্তু কোনও জাদুমন্ত্রের কথা বলেননি। তাঁর বক্তব্য খুবই সাধারণ। যদিও তা কিন্তু খুব সহজ, এমনও নয়। দেশের সেনাবাহিনী থেকে সাধারণ নাগরিক, সকলকেই কাজ করতে হবে। ডাক্তার, অধ্যাপক বা প্রযুক্তিবিদ, প্রত্যেককে অংশ নিতে হবে দেশ গড়ায়। আর এই কাজে কোনও ফাঁকি দিলে হবে না। শুধু কাজ করে যেতেই হবে।

আমরা কি সত্যিই তৈরি? রাজন মনে করিয়ে দিচ্ছেন, আমরা বড় দেশগুলোর তুলনায় অনেক দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছি ঠিকই। কিন্তু আমরা এখনও রয়েছি উন্নয়নশীল দেশগুলোর তালিকায়। অর্থনীতির এই কঠিন পথ চলায় কিন্তু আগামী তিন দশকই ঠিক করে দেবে ভারতের ভবিষ্যৎ কী হতে চলেছে।