AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on SSC: মিলবে বেতন, সামনের অগাস্ট পর্যন্ত কাজ চালাতে পারবেন যোগ্য চাকরিহারারা, নির্দেশ সুপ্রিম কোর্টের

আজ অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছে, যোগ্য শিক্ষক-শিক্ষিকারা (মানে আগের) ৩১ অগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে এই নিয়ম কার্যকর হবে না অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের জন্য। 

Supreme Court on SSC: মিলবে বেতন, সামনের অগাস্ট পর্যন্ত কাজ চালাতে পারবেন যোগ্য চাকরিহারারা, নির্দেশ সুপ্রিম কোর্টের
দেশের শীর্ষ আদালতImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Dec 18, 2025 | 2:31 PM
Share

নয়া দিল্লি: নিয়োগ প্রক্রিয়ার জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি (SSC)। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই সময় বাড়াতে চেয়ে আবেদন করা হয়েছিল। আর রাজ্যকে সেই অতিরিক্ত সময় মঞ্জুর করল শীর্ষ আদালত। নিয়োগ শেষ করতে আরও আট মাস সময় দেওয়া হল রাজ‍্যকে। ফলত, ছাব্বিশের নির্বাচনের ভোটের আগে বড় স্বস্তি মিলল তৃণমূল সরকারের। আর এই আট মাস যতদিন না নিয়োগ সম্পন্ন হচ্ছে, ততদিন আগের যোগ্য শিক্ষক-শিক্ষিকারা বেতনও পাবেন এবং পড়ানো চালিয়ে যেতে পারবেন। তবে, রাজ্যে সেপ্টম্বর পর্যন্ত সময় চেয়েছিল। কিন্তু কোর্ট বলেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী ৩১ অগস্টের ভিতর।

আজ অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছে, নবম-দশম ও একাদশ এবং দ্বাদশের যোগ্য শিক্ষক-শিক্ষিকারা (মানে আগের) ৩১ অগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে এই নিয়ম কার্যকর হবে না অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের জন্য।

এই নিয়ে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এসএসসি ছিল, রাজ্য ছিল আর বোর্ড ছিল। নতুন করে নিয়োগ আমরা প্রায় সম্পন্ন করে ফেলেছি। একাদশ-দ্বাদশের ফাইনাল রেজাল্ট পাবলিশ করব ৭ জানুয়ারি আর কাউন্সিলিং শেষ করে দেব ১৫ জানুয়ারি। আর নবম-দশমের সিলেকশন প্রসেস শেষ হবে মার্চ মাসের মিডিলে। তারপর কাউন্সিলিং। তাই একটু সময় বাড়াতে বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট সেটাই অগাস্ট পর্যন্ত মঞ্জুর করেছে। আমরা বলেছি প্রচুর মামলা রয়েছে হাইকোর্টে। আমি অতৃপ্ত আত্মার কথা বললাম এই কারণে কারণ বিকাশ ভট্টাচার্যরা যাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁরা তো ২০১৬ সালে কেউ চাকরি পায়নি। ওরা ২০১৬ থেকে লেগে রয়েছে এখন ২০২৫। তাই অতৃপ্ত আত্মা বললাম।”

অপরদিকে বিকাশ ভট্টাচার্য বলেন, “আমরা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারিনি। এখনও রেকমেনডেশন আসবে। তার জন্য সময় লাগবে। সময় দাও। আমরা আপত্তি জানিয়েছিলাম। আর এটা তো আদালতকে বলা যায় না, আমাদের মনে হয়েছে এরা নির্বাচনকে হাতিয়ার করবে বিষয়টা।”