Mamata Banerjee: ‘জলের পাইপও আমি সারাব তো তুমি কাউন্সিলর থাকবে কেন?’ নিজের ওয়ার্ডে ভাতৃবধূকে টিকিট দেওয়ার কারণ জানালেন মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 15, 2021 | 8:51 PM

Kolkata Municipality Election: "আমার ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে যাচ্ছি, হঠাৎ আমার গাড়িটা দাঁড় করিয়ে বলছে, 'দিদি আমাদের না কলের পাইপটা খারাপ আছে। কবে থেকে বলছি। এটা হচ্ছে না...''

Mamata Banerjee: জলের পাইপও আমি সারাব তো তুমি কাউন্সিলর থাকবে কেন? নিজের ওয়ার্ডে ভাতৃবধূকে টিকিট দেওয়ার কারণ জানালেন মুখ্যমন্ত্রী
কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ভোটমুখী কলকাতায় (Kokata Municipality Election 2021) প্রচারে নেমেই তৃমমূল প্রার্থীদের (TMC Candidate) সাবধান করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ফুলবাগানের জনসভা থেকে মানুষ তাঁদের সঙ্গে আছে বলেও মমতার হুঁশিয়ারি, কাজ না করলে কাউন্সিলর থাকার কোনও দরকার নেই। হবু কাউন্সিলরদেরও দিলেন সাবধাণবাণী।

এদিন মমতা বলেন, “আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই, এটা মানুষের জন্য নয়, যাঁরা দাঁড়িয়েছেন (পুরভোটের প্রার্থী), যাঁরা জিতবেন, যাঁরা আগামী দিনে কাজ করবেন তাঁদের জন্য। এর পর মমতা যোগ করেন, “আমি কিছু বললেই সংবাদমাধ্যম বলে উনি ওঁনাকে বকেছেন। আমি বকার জন্য বলি না। আমি সংশোধন করার জন্য বলি”।

আরও বিস্তারিত ভাবে বোঝানোর সুরে আঙুল উঁচিয়ে মমতা বলেন, “ধরুন আপনার এলাকায় জল নেই। বা আপনার গলিটায় রাস্তা নেই। বা আপনার গলিতে আলোটা খারাপ হয়ে আছে। এটা দেখার কাজ কিন্তু কাউন্সিলরের”। তার পর তাঁর হুঁশিয়ারি, “যে দেখতে পারবেন না, সে কাউন্সিলর হবেন না”।

মমতার সাফ বার্তা, “আমি পরিষ্কার ভাবে মনে করি, কাউন্সিলরের যে কাজ থাকে হাতে… আমি নিজে দেখেছি আমার এলাকায়, আমার ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে যাচ্ছি, হঠাৎ আমার গাড়িটা দাঁড় করিয়ে বলছে, ‘দিদি আমাদের না কলের পাইপটা খারাপ আছে। কবে থেকে বলছি। এটা হচ্ছে না…।’ মমতা আরও যোগ করেন, “আমি কাউন্সিলরটাকে ফোন করলাম। বললাম কী রে, তোকে বলেছে পাইপটা সারিয়ে দিতে। এটাও আমি সারিয়ে দেব? তো তুমি কাউন্সিলর থাকবে কেন? এখন আর এজন্য টিকিট দিইনি।”

উল্লেখ্য, মাস কয়েক আগে ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডে জলপান করে ডায়েরিয়ার ঘটনা সামনে এসেছিল। মৃত্যু হয় আয়ুষী কুমারী নামে এক শিশুর। পানীয় জল সুরক্ষিত কিনা তার নির্দেশও দিয়েছিলেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম।

অন্যদিকে এবার পুরভোটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন তাঁরই ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর রতন মালাকার এবার টিকিট পাননি। এদিন কেন তাঁকে টিকিট দেওয়া হয়নি, সেটা জানানোর সঙ্গে, বাকি প্রার্থী এবং হবু কাউন্সিলরদেরও সাবধান করে দিলেন মমতা, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মমতা যোগ করেন, “আমার এলাকায় কে ঘরবাড়ি করবে তা নিশ্চয়ই তুমি ঠিক করবে না, যে বলবে আমার কাছ থেকেই সব কিনতে হবে। আমার এলাকায় কে ঘরবাড়ি করবে, আমাকে এত টাকা দিতে হবে, এটাও চলবে না। আস্তে অনলাইনে চলে যাবে।”

আরও পড়ুন: Mamata Banerjee on Omicron: বাংলায় প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজে সাবধানবাণী শোনালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Mamata Banerjee: ‘একসময়ের দুঃস্বপ্নের নগরীতে স্বপ্নের ফেরি করছি,’ ভোটমুখী কলকাতায় মন্তব্য মমতার 

Next Article