কলকাতা: একুশের কলকাতা পুরসভা ভোটে (Kolkata Municipality Vote) তাঁদের লক্ষ্য ১৪৪টি ওয়ার্ড। ১৪৪টি ওয়ার্ডই তাঁরা জিতবেন বলে আত্মপ্রত্যয়ী তৃণমূল মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। রবিবার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের 128 নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ সরকারের সমর্থনে শকুন্তলা পার্ক এলাকায় প্রচারে আসেন পার্থ চট্টোপাধ্যায়। সেখান থেকে তাঁর বার্তা, “১৪৪টি ওয়ার্ডেই আমরা জিতব। কঠিন হোক বা সহজ, লড়াই হবে। মানুষের কাছাকাছি যাচ্ছি, সাড়া ভালই পাচ্ছি”।
এদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, “মানুষ ভোট দিতে পারলে বিজেপি-ই জিতবে। ভোট লুট হলে তৃণমূল”। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে শুভেন্দু বলেছেন, “নন্দীগ্রামের মতো ভোট হলে বিজেপি জিতবে। ভবানীপুরের মতো ভোট হলে তৃণমূল জিতবে।’ তবে তিনি এও অভিযোগ করেন বিজেপিকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। আর এ নিয়ে পার্থবাবুর প্রতিক্রিয়া চাইলে তািনি বলেন, ‘ঠিকানা দিয়ে দিক লোক ডেকে আনব’।
আবার সিঙ্গুরে বিজেপির ধরনাকেও কটাক্ষ করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, “প্রতিরোধের দরকার নেই, ওঁদের প্রতিরোধ করে লাভ কী! ওঁদের জনসমর্থন আছে? এখানে উন্মুক্ত গণতন্ত্র বিস্তৃত। এখানে সবাই সবার অধিকার প্রয়োগ করতে পারে”। আবার গোয়ায় তৃণমূলের প্রকল্প ঘোষণা নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের টুইটের প্রেক্ষিতে কংগ্রেসকে তুলোধোনা করে পার্থ বলেন, “আসল কথা, সবাই মমতা বন্দ্যোপাধ্যায় কে ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বাড়ছে। বিভিন্ন রাজ্যের মানুষ উৎসাহ দিচ্ছে। গোয়ায় সেটা আছে। গোয়ায় কংগ্রেস এবং বিজেপি নিজেদের পরাজয় সম্মুখে দেখে, এ ধরনের মন্তব্য করছে। আসল পরীক্ষা হবে বিধানসভা নির্বাচনে”।
আবার বিএসএফ প্রসঙ্গে পাঞ্জাব সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই নিয়ে পার্থ বলেন, “রাজ্য ইতিমধ্যে বিধানসভায় পাশ করিয়েছে। বিএসএফের বিস্তার হতে দেব না। বিএসএফের উপর আমাদের সমস্ত মর্যাদা এবং সম্মান রয়েছে। তারা সীমান্ত রক্ষা করুক। কিন্তু সীমান্তে পনেরো কিলোমিটারের পরে রাজ্যের অধিকার। যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে রাখতে হবে”।
উল্লেখ্য, পুরভোটের আগে শেষ রবিবারে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, সবাই প্রচারে ঝড় তুলেছেন। এদিন আবার বেহালা ১২৩ নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্যের সমর্থনে এদিন জনকল্যাণ এলাকায় পায়ে হেঁটে প্রচারে বেরোন দিলীপ ঘোষ। সেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “আমরা চাই, কলকাতার সমস্যার সমাধান হোক। সিপিএম অনেক বছর চালিয়েছে। তারপর টিএমসি প্রায় ১৫ বছর। কিন্তু বেসিক সমস্যার সমাধান এখন পর্যন্ত হয়নি। আর তার সঙ্গে হিংসা দুর্নীতি তো রয়েছেই।” দিলীপের কথায়, “দেশের বড় বড় কর্পোরেশন বিজেপি চালায়। সেই সব অভিজ্ঞতা আমাদের আছে। তাই আমরা চাই মানুষের সেবা করতে। এবং আধুনিক কলকাতা তৈরি করতে চাই। আমরা ইতিমধ্যে ৫০ জন মহিলাকে প্রার্থী করেছি এবং তাঁরা সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন”।