AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Assembly Election 2022 : ‘সাইকেলকে অপমান মানে সমগ্র জাতির অপমান’, মোদী পাল্টা তোপ অখিলেশের

Uttar Pradesh Assembly Election 2022 : প্রধানমন্ত্রীর সম্প্রতি 'সন্ত্রাসবাদীদের পছন্দ করা সাইকেল' মন্তব্যের পাল্টা জবাব দিয়ে অখিলেশ বলেছেন, "সাইকেলের অপমান মানে গোটা দেশের অসম্মান।" সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক হল সাইকেল। এবং এই সাইকেল 'সর্বসাধারণের যান' এবং গ্রামগুলির গর্ব হল সাইকেল। তাই সমাজবাদী পার্টির যুক্তি, এই প্রতীকের নামে এই ধরনের মন্তব্য গোটা দেশের জন্য অপমানকেই বোঝায়।

UP Assembly Election 2022 : 'সাইকেলকে অপমান মানে সমগ্র জাতির অপমান', মোদী পাল্টা তোপ অখিলেশের
অখিলেশ যাদব (ফাইল চিত্র)
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 10:51 PM
Share

লখনউ : উত্তর প্রদেশে তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে। বাকি চার দফার নির্বাচনের জন্য প্রচার চলছে এখন। চলছে এক রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলকে আক্রমণের পর্বও। উত্তর প্রদেশের নির্বাচনের প্রথম সারিতে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP) এবং সমাজবাদী পার্টি (SP)। তাই দুই দলের মধ্যে আক্রমণের পর্ব জারি রয়েছে। উত্তর প্রদেশের একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করলেন সপা প্রধান অখিলেশ যাদব। প্রধানমন্ত্রীর সম্প্রতি ‘সন্ত্রাসবাদীদের পছন্দ করা সাইকেল’ মন্তব্যের পাল্টা জবাব দিয়ে অখিলেশ বলেছেন, “সাইকেলের অপমান মানে গোটা দেশের অসম্মান।” সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক হল সাইকেল। এবং এই সাইকেল ‘সর্বসাধারণের যান’ এবং গ্রামগুলির গর্ব হল সাইকেল। তাই সমাজবাদী পার্টির যুক্তি, এই প্রতীকের নামে এই ধরনের মন্তব্য গোটা দেশের জন্য অপমানকেই বোঝায়।

অখিলেশ যাদব একটি সাইকেলে চড়া ছেলের ছবি দিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেই টুইট বার্তায় তিনি লেখেন,”সাইকেল কৃষকদের তাঁদের ক্ষেতের সঙ্গে সংযুক্ত করে। সমৃদ্ধির ভিত্তি স্থাপন করে। সাইকেল আমাদের মেয়েদের স্কুলে নিয়ে যায়। সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে উঠে এটি এগিয়ে চলে। মুদ্রাস্ফীতি সাইকেলকে ছুঁতে পারে না। সাইকেল সাধারণ মানুষের যানবাহন। গ্রামীণ ভারতের গর্ব হল সাইকেল। সাইকেলের অপমান মানে সমগ্র জাতির অপমান।”

উল্লেখ্য, গতকাল ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণে দোষী সাব্যস্ত হওয়া ৪৯ জনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদী সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীককে সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত করে অপমানজনক মন্তব্য করেছিলেন। হারদোই এর জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “আজ আমি এটি উল্লেখ করছি কারণ কিছু রাজনৈতিক দল সন্ত্রাসবাদীদের প্রতি নরম হয়েছে। বিস্ফোরণ দুটি উপায়ে চালানো হয়েছিল। প্রথমটি শহরের ৫০-৬০ জায়গায় এবং তারপর দুই ঘণ্টা পরে একটি হাসপাতালের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে কারণ আত্মীয়স্বজন, আধিকারিক এবং নেতারা সেখানে যেতেন। সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়।”

তিনি বলেছেন, “প্রাথমিক বিস্ফোরণে, বোমাগুলি সাইকেলে রাখা হয়েছিল… আমি ভাবছি কেন তারা (সন্ত্রাসবাদীরা) সাইকেল বেছে নিল?” ২০০৬ সালে বারাণসীতে এবং ২০০৭ সালে লখনউ বিস্ফোরণে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের জন্য সমাজবাদী পার্টিকে দোষারোপ করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “ইউপিতে সন্ত্রাসী হামলা সংক্রান্ত ১৪ টি মামলায় সমাজবাদী সরকার অনেক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এই লোকেরা বিস্ফোরণে লিপ্ত ছিল এবং সমাজবাদী সরকার এই সন্ত্রাসবাদীদের বিচার করতে দেয়নি।” প্রধানমন্ত্রী বলেছেন যে সমাজবাদী পার্টির এটা ‘রিটার্ন গিফ্ট’ ছিল।

আরও পড়ুন : Covid-19 Vaccine : ছাড়পত্র পেল আরও একটি টিকা, ১২-১৮ বছর বয়সীরা পেতে পারে কোর্বেভ্যাক্স