Uttar Pradesh Assembly Election 2022 : নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ হতে চলেছে বিজেপির, ফোকাসে জাঠ অধ্যুষিত বাগপত ভোটাররা
BJP Manifesto Release : আজ ভোটমুখী উত্তর প্রদেশে ইস্তেহার প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
লখনউ : আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে বিধানসভা নির্বাচন। বিধানসভা আসনের নিরিখেও শীর্ষে উত্তর প্রদেশ। ৪০৩ আসন সমন্বিত এই রাজ্যে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তর প্রদেশের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। এই রাজ্যে লোকসভা আসন সংখ্যাও ৮০। অর্থাৎ কেন্দ্রের গদি নিজের হাতে রাখতে এই রাজ্যের ভোটবাক্স যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দলই ময়দানে নেমে জোরকদমে প্রচার করছে। এই আবহে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লখনউ অফিসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে উত্তর প্রদেশ নির্বাচনের আগে দলের ইস্তেহার প্রকাশ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং ধর্মেন্দ্র প্রধান, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা, উত্তর প্রদেশ বিজেপি প্রধান স্বতন্ত্র দেব এবং বরিষ্ঠ মন্ত্রী সুরেশ খান্না ইস্তেহার প্রকাশে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ইস্তেহার প্রকাশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরিষ্ঠ নেতা অমিত শাহ আজ পশ্চিম উত্তর প্রদেশে শোভাযাত্রা করবেন। এই সমাবেশটি ছাপরাউলি, বারাউত এবং বাগপত বিধানসভা আসনগুলিকে কভার করবে। এইসব এলাকায় ১০ ফেব্রুয়ারি নির্বাচনের প্রথম পর্বে ভোট হবে৷ তিনি আমরোহা জেলায় একটি জনসভাও করবেন। সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদন অনুসারে, বাগপতে বিজেপির সমাবেশের সময় অমিত শাহ জাঠ সম্প্রদায়ের ভোটারদের বোঝানোর চেষ্টা করবেন। এই এলাকায় জাঠরাই আধিপত্য বিস্তার করে আছেন। দিল্লিতে কেন্দ্রের তিনটি আইন প্রত্যাহার করে নেওয়ার বিরুদ্ধে বহু সংখ্যক জাঠ কৃষক বছরব্যাপী আন্দোলনে অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত এই মাসের শুরুর দিকে, শাহ নয়াদিল্লিতে বিজেপি সাংসদ পারভেশ ভার্মার বাসভবনে এই অঞ্চলের ২০০ টিরও বেশি জাঠ নেতার সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকের সময় শাহ জাঠ সম্প্রদায়ের নেতাদের এবং বিজেপির মধ্যে মিল তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন “আপনার (জাঠ নেতা) এবং আমাদের (বিজেপি) মধ্যে কিছু মিল রয়েছে। আপনারা প্রায় ৬৫০ বছর ধরে মুঘলদের সঙ্গে লড়াই করেছেন। ঠিক যেমন জাঠরা শুধু নিজেদের নিয়েই ভাবেন না, সর্বদা দেশের নিরাপত্তাকে প্রাধান্য দেন, বিজেপিরও একই মতাদর্শ রয়েছে।”
এদিকে সমাজবাদী পার্টি (সপা) এখনও ইস্তেহার প্রকাশ করেনি। দলের প্রধান অখিলেশ যাদব জানিয়েছেন, তিনি বিজেপির জন্য অপেক্ষা করছেন। বিজেপি ইস্তেহার প্রকাশের পর তারা ইস্তেহার প্রকাশ করবে। কংগ্রেস ইতিমধ্যে নির্বাচনের জন্য একটি মহিলা-কেন্দ্রিক ইস্তেহার ঘোষণা করেছে। বহুজন সমাজ পার্টি (বিএসপি) এখনও কোনও ইস্তেহার নিয়ে আসেনি। প্রসঙ্গত, ৪০৩ সদস্যের উত্তরপ্রদেশ বিধানসভায় সাত দফায় ভোট হওয়ার কথা রয়েছে। ১০ ফেব্রুয়ারি ভোট দেওয়ার পর, ১৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ এবং ৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে ১০ মার্চ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা