AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Assembly Election 2022: বিজেপির ‘নতুন ভারত’-র সংজ্ঞা দিলেন অখিলেশ যাদব

Election 2022: রামপুরে শুক্রবার আজ়ম খান সহ অন্যান্য সমাজবাদী প্রার্থীদের সমর্থনে জনসভাতে উপস্থিত ছিলেন অখিলেশ। সেখানে তিনি বলেন, "বিজেপি ৭০০ কান ধরে ওঠবোস করলেও কৃষকরা তাদেরকে কখনও ক্ষমা করবে না।"

UP Assembly Election 2022: বিজেপির 'নতুন ভারত'-র সংজ্ঞা দিলেন অখিলেশ যাদব
অখিলেশ যাদব ছবি:PTI
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 7:58 PM
Share

রামপুর: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। কাল রাজ্যের ১১ টি জেলায় বেশ কিছু আসনে বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম দফার নির্বাচনের পরদিনই বিজেপিকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। শুক্রবার অখিলেশ অভিযোগের সুরে বলেন, সমাজবাদী পার্টির সিনিয়র নেতা আজ়ম খানকে বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য জেলে পাঠানো হয়েছে, অন্যদিকে বিজেপির সরকার মন্ত্রী কৃষকদের হত্যা করার পরও তাঁকে জামিনে দেওয়া হয়েছে। এটাই বিজেপির ‘নতুন ভারত’। অখিলেশের দাবি, উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনেই স্পষ্ট যে এবারের উত্তর প্রদেশ নির্বাচনে রাজ্য থেকে বিজেপি মুছে যাবে। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে জামিন দিয়েছে। উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় ৪ কৃষকসহ মোট আটজনকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল অজয় মিশ্রের বিরুদ্ধে।

রামপুরে শুক্রবার আজ়ম খান সহ অন্যান্য সমাজবাদী প্রার্থীদের সমর্থনে জনসভাতে উপস্থিত ছিলেন অখিলেশ। সেখানে তিনি বলেন, “বিজেপি ৭০০ কান ধরে ওঠবোস করলেও কৃষকরা তাদেরকে কখনও ক্ষমা করবে না।” অখিলেশের অভিযোগ, আজ়ম খানের পুত্র আব্দুল্লাহ আজ়মকে বিনা অপরাধে ২ বছর জেল খাটতে হয়েছে। “আজ়ম খানকে মিথ্যে অভিযোগে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মহিষ চুরি, মুরগি চুরির, বই চুরির মতো অভিযোগ আনা হয়েছে। কিন্তু যে ব্যক্তি কৃষকদের নিজের জিপের তলায় পিষে মেরেছেন তিনি জেলের বাইরে বেরিয়ে এসেছেন। এটাই বিজেপির নতুন ভারত।” অভিযোগ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অখিলেশ বলেন, “যে মানুষ আপনাদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আপনাদের অধিকারের জন্য লড়াই করেছেন তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে ব্যক্তি মানুষ খুনের সঙ্গে জড়িত তাঁকে নির্বাচনের আগে জামিন পাইয়ে দেওয়া হয়েছে।” বলেন অখিলেশ যাদব।

সপা নেতা আজম খান রামপুরে জওহর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন অভিযোগে তিনি এখন সীতাপুর জেলে বন্দি। রামপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার আজম খানকে টিকিট দিয়েছে সমাজবাদী পার্টি। তার ছেলেকও সুয়ার কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি রামপুর জেলায় ভোট। অখিলেশ দাবি করেন, “প্রথম দফার ভোটে কৃষক শ্রমিক সহ সমাজের বিভিন্ন অংশের নাগরিকরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাতেই বিজেপি ধুয়ে মুছে গিয়েছে। যা বাকি আছে দ্বিতীয় দফার ভোটে সাহরানপুর ও রামপুর থেকে বিজেপি মুছে যাবে।” অখিলেশের অভিযোগ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন তিনি যুবকদের ল্যাপটপ দিয়েছেন, কিন্তু রামপুরের কেউই ল্যাপটপ পায়নি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা