লখনউ: গতকালই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরের মত চারটি রাজ্যেই ক্ষমতা ধরে রেখেছে। কংগ্রেসের দখলে থাকা পঞ্জাবের ক্ষমতা এবার আম আদমি পার্টির দখলেই গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে সবার নজরই ছিল উত্তর প্রদেশের দিকে। প্রথমত উত্তর প্রদেশ জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশ থেকেই নির্বাচিত সাংসদ। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন এবার সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ঘুরে দাঁড়ানোর লড়াইও ছিল। সেই লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন, ৪০৩ আসনের উত্তর প্রদেশে বিজেপি যেখানে ২৭৩ টি আসনে জয়ী হয়েছে সেখানে সমাজবাদী পার্টি মাত্র ১২৫ টি আসনে জয়লাভ করেছে। কিন্তু এবারের নির্বাচনে এমন দু়জন সপা প্রার্থী জিতেছেন, যার নজির ভূভারতে খুবই কম।
পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর দেখা গিয়েছে, সমাজবাদী পার্টি প্রার্থী আজ়ম খান ও নাহিদ হাসান জেল থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করার পরও নিজেদের সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। আজ়ম খান সপা প্রতিষ্ঠাতা মুলায়ম যাদবের বিশেষ আস্থাভাজন ছিলেন। পরবর্তীকালে তিনি অখিলেশের সঙ্গেও গুরুদায়িত্ব নিয়ে কাজ করেছেন। উত্তর প্রদেশের মন্ত্রী হিসেবেই তিনি কাজ করেছেন। শুধুমাত্র তাই নয়, গোবলয়ের এই রাজ্য থেকে তিনি ৯ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও রামপুর কেন্দ্র থেকে তিনি নিকটতম বিজেপি প্রার্থীকে ৫৫ হাজার ভোটে পরাজিত করেছেন। আজম খান মোট ১ লক্ষ ৩১ হাজার ভোট পেয়েছেন সেখানে বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনা ৭৬ হাজার ৮৪ টি ভোট পেয়েছেন। তবে বিভিন্ন অভিযোগে সপার এই প্রবীণ নেতা এখন জেলবন্দি রয়েছেন।
অন্যদিকে শামলি জেলার কাইরানা থেকে তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টিরই নাহিদ হাসান। তিনি নিকটতম বিজেপি প্রার্থীকে ২৫ হাজার ভোটে পরাজিত করেছেন। নাহিদ হাসান ১ লক্ষ ৩১ হাজার ভোট পেয়েছেন সেখানে বিজেপি প্রার্থী মৃগাঙ্ক সিং ১ লক্ষ ৫ হাজার ভোট পেয়েছেন। চলতি বছর জানুয়ারি মাসেই হাসানকে গ্যাংস্টার ও দুষ্কৃতী দমন আইনে গ্রেফতার করেছিল পুলিশ
আরও পড়ুন Covid Lockdown In China: নতুন করে করোনার হানা চিনে? রাতারাতি লকডাউনের আওতায় ৯০ লক্ষ মানুষ