AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Manifesto for Uttar Pradesh: মহিলাদের স্কুটি, ফ্রি-তে কোচিং, একগুচ্ছ প্রতিশ্রুতি পদ্মের ইস্তাহারে

BJP Manifesto for Uttar Pradesh: মঙ্গলবার 'লোক কল্যাণ সঙ্কল্পপত্র' নামে প্রকাশিত এই ইস্তাহার প্রকাশ করা হয়েছে। সেখানে কৃষকের স্বার্থে একাধিক ঘোষণা রয়েছে।

BJP Manifesto for Uttar Pradesh: মহিলাদের স্কুটি, ফ্রি-তে কোচিং, একগুচ্ছ প্রতিশ্রুতি পদ্মের ইস্তাহারে
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 11:39 PM
Share

উত্তর প্রদেশ: ২০১৭-তে সমাজবাদী পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। এবার আরও এক নির্বাচন যোগী রাজ্যে। এই পাঁচ বছরে শুরু হয়ে রাম মন্দির তৈরির কাজ। এবার ফের মাটি ধরে রাখার লড়াই গেরুয়া শিবিরের। প্রতিপক্ষ অখিলেশ মঙ্গলবারই প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে গিয়েছিলেন। আর এ দিনই ইস্তাহার প্রকাশ করে বিজেপি। অমিত শাহ ও যোগী আদিত্যনাথ সেই ইস্তাহার সামনে আনেন। এই ইস্তাহার ঘিরে ছিল একগুচ্ছ প্রত্যাশা। এ দিন ইস্তাহারে দেখা গেল মহিলা, কৃষক সহ বিভিন্ন ইস্যুকে মাথায় রেখেছ পদ্ম শিবির।

মঙ্গলবার ‘লোক কল্যাণ সঙ্কল্পপত্র’ নামে প্রকাশিত এই ইস্তাহার প্রকাশ করা হয়েছে। সেখানে কৃষকের স্বার্থে একাধিক ঘোষণা রয়েছে। কলেজ পড়ুয়াদের জন্য রাখা হয়েছে রানি লক্ষ্মীবাঈ যোজনার কথা। পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিক, বিশেষ করে বৃদ্ধাদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি।

ভূমিহীন কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PMKISAN) প্রকল্পের পরিমাণ দ্বিগুণ করার কথা বলা হয়েছে ইস্তাহারে। কৃষকদেরও বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। প্রতিশ্রুতিতে রয়েছে মহিলাদের কথা। ছাত্রীদের এবং কর্মজীবী মহিলাদের স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এ ছাড়া ইউপিএসসি (UPSC) এবং পিএসসি (PSC)-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন মহিলা শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।

পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিটি বাড়িতে অন্তত একটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার অধীনে হোলি এবং দীপাবলির সময় গ্রাহকদের প্রতি বছর দুটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতির কথা রয়েছে। এই প্রকল্পটির আওতায় পরিবারগুলিতে বিনামূল্যে গ্যাস সংযোগও দেবে রাজ্য সরকার।

সম্প্রতি TV9 Bharatvarsh ও Tv9 Bangla-র যৌথ উদ্যোগে একটি ওপিনিয়ন পোল তৈরি করা হয়েছিল। উত্তর প্রদেশের প্রায় সাড়ে ছয় হাজার মানুষের উপর সমীক্ষা চালানোর পর দেখা গিয়েছে, এ বারের বিধানসভা নির্বাচনে প্রায় ২০০ টির বেশি আসন নিয়ে ফের জয়লাভ করবে বিজেপি। দ্বিতীয়স্থানে থাকবে সমাজবাদী পার্টি ও চতুর্থতে কংগ্রেস।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা