UP Assembly Election 2022: কেন সরকারে বিজেপিকে দরকার, উত্তর প্রদেশের সভা থেকে বোঝালেন মোদী
election 2022: এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা বারবার উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, বিজেপি সরকারের কারণে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে
সাহারানপুর: আজ উত্তর প্রদেশে প্রথম দফার নির্বাচন (Uttar Pradesh Assembly Election)। ভোটগ্রহণ চলছে দেশের সব থেক বড় রাজ্যে। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। প্রথম দফার ভোটের দিনই রাজনৈতিক কর্মসূচি নিয়ে উত্তর প্রদেশে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এর আগে ভার্চুয়ালি উত্তর প্রদেশের ভোট প্রচার করলেও এই প্রথম সশরীরে সেখানে নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার সাহারানপুরের সভা থেকে উত্তর প্রদেশ সরকারে কেন বিজেপিকে দরকার, সেই কথাই ব্যখ্যা করতে শোনা যায় মোদীকে। মোদী জানিয়েছে, রাজ্যকে দাঙ্গামুক্ত রাখতে, মহিলাদের ভয়মুক্তি বজায় রাখতে ও অপরাধীদের জেলে পাঠাতে উত্তর প্রদেশে বিজেপিকেই দরকার। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর মোদীর স্বপ্নের প্রকল্প। এদিন সেই প্রসঙ্গও টেনে আনেন নমো। জনসভাতে তিনি জানিয়েছেন, রাজ্যের গরিব মানুষ যাতে বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা পান সেই জন্যও বিজেপিকে দরকার উত্তর প্রদেশে।
এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা বারবার উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, বিজেপি সরকারের কারণে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, এই কারণেও বিজেপিকে সরকারে প্রয়োজন। এদিন ঘুরিয়ে যোদী আদিত্যনাথ সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলে, “যোগীজি যদি অপরাধীদের জেলের পরিবর্তে মহলে পাঠাতেন তবে সেটা কী ভাল হতো?” আগের সরকারগুলিকেও এদিন আক্রমণ করেন মোদী। তাঁর অভিযোগ, আগের সরকারগুলি ‘পরিবারতন্ত্র’-র বাইরে কিছুই ভাবতে পারেননি।
পরিবারতান্ত্রিক দলগুলি সরকারের থাকলে করোনা টিকা রাস্তায় বিক্রি হতো বলেও কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, “যারা উত্তর প্রদেশের উন্নয়ন করেছে তাদেরকেই মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যকে যারা দাঙ্গামুক্ত রেখেছে, যাদের কারণে মহিলার ভয়মুক্ত পরিবেশে বাস করছেন, যার অপরাধীদের জেলে পাঠিয়েছেন মানুষ তাদেরকেই ভোট দেবেন।” নাম না করে অখিলেশ যাদব ও জয়ন্ত চৌধুরিকে কটাক্ষ করে মোদী বলেন, “আগের সরকারের কোনও দৃষ্টিভঙ্গি ছিল না কারণ তাঁরা পরিবারবাদের বাইরে কিছুই ভাবতে পারেনি। তারা আপনাদের জন্য কিছুই করেনি, শুধু মাফিয়াদের মাধ্যমে সরকার চালিয়েছে। আমাদের রাজত্বে প্রত্যেক নাগরিক সম্মানের সঙ্গে জীবন যাপন করছে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা