PM Modi in UP: লক্ষ্য ২০২২! তিন প্রকল্প উদ্বোধনে যোগী গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 07, 2021 | 12:38 PM

PM Narendra Modi: বছর ঘুরলেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভা দখলের লড়াইয়ে নিজেদের মতন করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি।

PM Modi in UP: লক্ষ্য ২০২২! তিন প্রকল্প উদ্বোধনে যোগী গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী , ছবি: ফাইল চিত্র

Follow Us

গোরক্ষপুর: মঙ্গলবার, উত্তর প্রদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মোদীর এই উত্তর প্রদেশ সফর, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( Yogi Adityanath) খাস তালুক হিসেবে পরিচিত গোরক্ষপুর কেন্দ্রিক। সেখানে তিনটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে, এইমস ও একটি সার উৎপাদক কোম্পানিও অন্যতম। আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগেই মুখ্যমন্ত্রী যোগীর নিজস্ব গড়ে প্রধানমন্ত্রী এই সফর রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পূর্ব উত্তর প্রদেশের দিকে বিশেষ নজর দিচ্ছে বিজেপি শিবির। এই তিন প্রকল্প উদ্বোধন সেই তাই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এছাড়াও গোরক্ষপুরে আইসিএমআরের আঞ্চলিক মেডিক্যাল রিসার্চ সেন্টারও এদিন প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে বলেই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর মঙ্গলবারে সফরের আগে, শেষ মূহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সন্ধ্যায় সেখানে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছেন মঙ্গলবার, প্রধানমন্ত্রী মোট ৯ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে হিন্দুস্তান উরভারক রসায়ন লিমিটেডের নবনির্মিত সার প্ল্যান্ট, এইমস্-র নতুন ভবন এবং ICMR-এর আঞ্চলিক ইউনিট।

সার উৎপাদকারী ওই প্ল্যান্টের শেষ মূহুর্তে কাজ খতিয়ে দেখার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এই প্রকল্পগুলির উদ্বোধন উত্তর প্রদেশের জন্য ঐতিহাসিক। সার তৈরির কারখানা ও এইমসকেই বেশি প্রাধান্য দিতে দেখা গিয়েছে দেশের সর্ববৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল ৫ নাগাদ সেখানে পৌঁছে উপস্থিত আধিকারিকদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা বিষয়ে জোর দেন যোগী আদিত্যনাথ। এক আধিকারিক জানিয়েছেন, ৮ হাজার ৬০৩ কোটি টাকা খরচ করে সার তৈরির ওই প্ল্যান্ট নির্মিত হয়েছে। ওই প্ল্যান্ট থেকে বছরে ১২.৭ লক্ষ মেট্রিক টন নিম মিশ্রিত ইউরিয়া সার তৈরি হবে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ১ হাজার ১১ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে গোরক্ষপুর এইমস। এই হাসপাতাল থেকে পূর্ব উত্তর প্রদেশের অধিবাসীরাও ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, নেপালের মানুষও বিশ্ব মানের চিকিৎসা পরিষেবা পাবেন।

উল্লেখ্য, বছর ঘুরলেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভা দখলের লড়াইয়ে নিজেদের মতন করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলির মধ্যে মন্তব্য ও পাল্টা মন্তব্যে পারদ ক্রমশ চড়ছে। বিধানসভা নির্বাচনে, উত্তর প্রদেশে বিজেপির সঙ্গে মূল লড়াই অখিলেশের সমাজবাদী পার্টির। কথিত আছে ‘দিল্লির রাস্তা উত্তর প্রদেশ হয়েই যায়’, সেই কারণে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ। ভোটের আগে উন্নয়নের বার্তা দিতে ঘন ঘন, বিভিন্ন প্রকল্প উদ্বোধনের জন্য সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী উত্তর প্রদেশ থেকে নির্বাচিত সাংসদও বটে। তাই মোদীকে সামনে রেখে নির্বাচনে ঝাঁপাবে বিজেপি। বিজেপির এই কৌশল কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন Crime: সিটি স্ক্যানের সময় রোগিণীর শ্লীলতাহানি! আটক সরকারি হাসপাতালের কর্মী!

Next Article