Anurag Thakur on Unnao Murder: ‘আপনার খারাপ লাগে?’, উন্নাও কাণ্ডে অখিলেশকে সোজাসাপটা প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 12, 2022 | 11:32 AM

Unnao Murder Case: সমাজবাদী পার্টিককেও একযোগে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেন, "এতেই আপনার দলের চরিত্র বোঝা যায়। ওই নেতার যতই ক্ষমতা থাক না কেন, আমরা অপরাধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবোই।"  

Follow Us

নয়া দিল্লি: সবে প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে, এখনও বাকি আরও ছয় দফা। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)-র অ্যাসিড টেস্টের মাঝেই এদিকে বিতর্কে জড়িয়েছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বৃহস্পতিবার উন্নাওয়ে সমাজবাদী পার্টির  প্রাক্তন মন্ত্রী ফতেহ বাহাদুর সিংয়ের পুত্র রাজোল সিংয়ের জমি থেকে এক দলিত মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার মায়ের অভিযোগ, প্রয়াত প্রাক্তন মন্ত্রীর ছেলেই জোর করে তাঁর মেয়েকে সেখানে নিয়ে গিয়েছিল। গোটা ঘটনা নিয়ে প্রথমেই সরব হন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। এরপর শুক্রবার বিজেপির তরফেও সমাজবাদী পার্টি ও দলের প্রধান অখিলেশ যাদবের সমালোচনা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর(Anurag Thakur)-ও উন্নাওয়ের এই ঘটনা নিয়ে অখিলেশ যাদব (Akhilesh Yadav) নিশ্চুপ কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি অখিলেশ যাদবকেই আক্রমণ করেন। উন্নাওয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রত্তুতরে তিনি বলেন, “আমার অখিলেশ যাদব ও ডিম্পল যাদবের (অখিলেশের স্ত্রী) কাছে একটা প্রশ্ন রয়েছে- যে মেয়েটি মারা গেল, তাঁর জন্য কি দুঃখ হচ্ছে আপনাদের? ওই মায়ের জন্য একটুও দরদ অনুভব করছেন, যার মেয়েকে এই ধরনের নৃশংসতার শিকার হতে হল?”

সমাজবাদী পার্টিকেও একযোগে আক্রমণ করে তিনি বলেন, “এতেই আপনার দলের চরিত্র বোঝা যায়। ওই নেতার যতই ক্ষমতা থাক না কেন, আমরা অপরাধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবোই।”

উল্লেখ্য, বৃহস্পতিবারই সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মন্ত্রী ফতেহ বাহাদুর সিংয়ের পুত্র রাজোল সিংয়ের জমি থেকে এক ২২ বছরের দলিত তরুণীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, দুই মাস আগে ওই তরুণী নিখোঁজ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবীর তাঁর পচাগলা দেহ উদ্ধার করা হয়। মৃতার মায়ের অভিযোগ, প্রয়াত প্রাক্তন মন্ত্রীর ছেলেই জোর করে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। তিনি গত বছরের ৮ ডিসেম্বর স্থানীয় থানায় এফআইআর-ও দায়ের করেন।

এদিকে, অখিলেশ যাদবকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওই মন্ত্রীর চার বছর আগে মৃত্যু হয়েছে। ওনার ছেলের সঙ্গে সমাজবাদী পার্টির কোনও সম্পর্ক নেই।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

নয়া দিল্লি: সবে প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে, এখনও বাকি আরও ছয় দফা। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)-র অ্যাসিড টেস্টের মাঝেই এদিকে বিতর্কে জড়িয়েছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বৃহস্পতিবার উন্নাওয়ে সমাজবাদী পার্টির  প্রাক্তন মন্ত্রী ফতেহ বাহাদুর সিংয়ের পুত্র রাজোল সিংয়ের জমি থেকে এক দলিত মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার মায়ের অভিযোগ, প্রয়াত প্রাক্তন মন্ত্রীর ছেলেই জোর করে তাঁর মেয়েকে সেখানে নিয়ে গিয়েছিল। গোটা ঘটনা নিয়ে প্রথমেই সরব হন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। এরপর শুক্রবার বিজেপির তরফেও সমাজবাদী পার্টি ও দলের প্রধান অখিলেশ যাদবের সমালোচনা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর(Anurag Thakur)-ও উন্নাওয়ের এই ঘটনা নিয়ে অখিলেশ যাদব (Akhilesh Yadav) নিশ্চুপ কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি অখিলেশ যাদবকেই আক্রমণ করেন। উন্নাওয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রত্তুতরে তিনি বলেন, “আমার অখিলেশ যাদব ও ডিম্পল যাদবের (অখিলেশের স্ত্রী) কাছে একটা প্রশ্ন রয়েছে- যে মেয়েটি মারা গেল, তাঁর জন্য কি দুঃখ হচ্ছে আপনাদের? ওই মায়ের জন্য একটুও দরদ অনুভব করছেন, যার মেয়েকে এই ধরনের নৃশংসতার শিকার হতে হল?”

সমাজবাদী পার্টিকেও একযোগে আক্রমণ করে তিনি বলেন, “এতেই আপনার দলের চরিত্র বোঝা যায়। ওই নেতার যতই ক্ষমতা থাক না কেন, আমরা অপরাধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবোই।”

উল্লেখ্য, বৃহস্পতিবারই সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মন্ত্রী ফতেহ বাহাদুর সিংয়ের পুত্র রাজোল সিংয়ের জমি থেকে এক ২২ বছরের দলিত তরুণীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, দুই মাস আগে ওই তরুণী নিখোঁজ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবীর তাঁর পচাগলা দেহ উদ্ধার করা হয়। মৃতার মায়ের অভিযোগ, প্রয়াত প্রাক্তন মন্ত্রীর ছেলেই জোর করে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। তিনি গত বছরের ৮ ডিসেম্বর স্থানীয় থানায় এফআইআর-ও দায়ের করেন।

এদিকে, অখিলেশ যাদবকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওই মন্ত্রীর চার বছর আগে মৃত্যু হয়েছে। ওনার ছেলের সঙ্গে সমাজবাদী পার্টির কোনও সম্পর্ক নেই।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article