UP CM Attacks Samajwadi Party: ‘৫ বছর ক্ষমতায় নেই, এখনও কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে’, ফের সপাকে খোঁচা যোগীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 27, 2021 | 8:48 AM

UP CM Yogi Adityanath on Money Seize: সম্প্রতিই কানপুরের ব্যবসায়ী পিযুষ জৈনের বাড়ি থেকে কেন্দ্রীয় সংস্থা যে ১৮৭ কোটি টাকা উদ্ধার করে, সে প্রসঙ্গে খোঁচা দিয়েই যোগীর আরও বক্তব্য, "বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিনামূল্যে খাবার দেওয়ার জন্য যে টাকা খরচ করছে, তা আগের সরকার দুর্নীতিতে ব্যবহার করত।"

UP CM Attacks Samajwadi Party: ৫ বছর ক্ষমতায় নেই, এখনও কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, ফের সপাকে খোঁচা যোগীর
মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি:PTI

Follow Us

কৌশাম্বী: সম্প্রতিই কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে অবাক হয়ে গিয়েছিল জিএসটি আধিকারিকরা (GST Officials)। কারখানা ও বাড়ির দেওয়াল ভেঙে উদ্ধার করা হয়েছে মোট ১৮৭ কোটি টাকা। এবার সেই প্রসঙ্গ টেনেই বিরোধী দল সমাজবাদী পার্টি(Samajwadi Party)-কে খোঁচা দিলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

রবিবার উত্তর প্রদেশ(Uttar Pradesh)-র কৌশাম্বীতে “জন বিশ্বাস যাত্রা”(Jan Vishwas Yatra)-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “বর্তমান সরকার সাধারণের জীবনযাত্রাার উন্নয়নে টাকা খরচ করে, আগের সরকার কেবল মানুষদের কাছ থেকে টাকা লুটই করেছে। পাঁচ বছর ক্ষমতাচ্যুত হওয়ার পরও সেই সময়ে লুট করা টাকা এখন দেওয়াল ভেঙে বের করা হচ্ছে।”

পূর্ববর্তী সমাজবাদী পার্টির সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, “যেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতি পূরণের কাজ করছে, সেখানেই যারা পাঁচ বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের দেওয়াল থেকে এখনও কোটি কোটি টাকার বান্ডিল বের হচ্ছে।”

সম্প্রতিই কানপুরের ব্যবসায়ী পিযুষ জৈনের বাড়ি থেকে কেন্দ্রীয় সংস্থা যে ১৮৭ কোটি টাকা উদ্ধার করে, সে প্রসঙ্গে খোঁচা দিয়েই যোগীর আরও বক্তব্য, “বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিনামূল্যে খাবার দেওয়ার জন্য যে টাকা খরচ করছে, তা আগের সরকার দুর্নীতিতে ব্যবহার করত।”

করোনা টিকা নিয়ে বিরোধীরা যে বিরোধিতা দেখিয়েছিল, তা মানবসভ্যতার বিরুদ্ধে অপরাধ বলেও অ্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা করোনা টিকার বিরোধিতা করেছিলেন, তারা মানবতাার বিরুদ্ধে অপরাধ করেছেন এবং করোনাকে বন্ধু বানিয়েছেন।ওনারা গরিব মানুষদের কথা ভাবেন না। যখন ওনাদের কাছে সুযোগ ছিল, তখন কিছুই করেননি। সেই কারণেই এখন যখন ক্ষমতাচ্যুত করা হয়েছে ওনাদের, তখন ভুল তথ্য প্রচার করে সাধারণের জীবন নিয়ে খেলছেন।”

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের কাজের খতিয়ান দিয়ে তিনি বলেন, “কেবল কৌশাম্বীতেই প্রায় ৫০ হাজার পরিবার নতুন বাড়ি পেয়েছেন। আগে কাবেরী যাত্রা নিয়ে বাধা দেওয়া হত, বর্তমানে সরকার পুস্পবৃষ্টি করে যাত্রায়। আগে প্রয়াগরাজে যখন কুম্ভমেলা হত, তখন পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনা ঘটত, বর্তমানে সুপরিকল্পিতভাবে কুম্ভের আয়োজন করা হয়, সেই কারণে বিকস্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগদান করা সত্ত্বেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে না।”

এর আগে শনিবারও নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথ বলেছিলেন, ৫ বছর আগে বিজেপি রাম মন্দির নির্মাণ, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। জনতার মন জয়ে উত্তর প্রদেশে ‘জন বিশ্বাস যাত্রা’ শুরু করেছে বিজেপি।

আরও পড়ুন: Covaxin Effectiveness on Children: ‘নববর্ষের উপহার এটা’, শিশুদের কতটা সুরক্ষা দিতে সক্ষম কোভ্যাক্সিন, জানালেন কোভিড কমিটির প্রধান 

Next Article