আমেঠি: বছর ঘুরলেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নিজেদের মত করে রণকৌশল তৈরি করছে রাজনৈতিক দলগুলি। এবার নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট, তাই উত্তর প্রদেশ জয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। পিছিয়ে নেই বিরোধী রাজনৈতিক দলগুলিও। বিজেপিকে ধাক্কা দিতে সবরকমের চেষ্টা চালাচ্ছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলি।
বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এবার পুলিশের হাতে আটক হলেন, উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু। অমেঠিকে ১৬ বছর বয়সী এক দলতি কিশোরীকে মারধরের প্রতিবাদে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন লাল্লুর নেতৃত্বাধীন কংগ্রেস কর্মীরা। রাজ্যের কংগ্রেস সভাপতির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রামলীলা ময়দান থেকে বিক্ষোভ শুরু করেন, রাজীব গান্ধী ট্রাই সেকশনে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। সেখানেই তারা বিজেপি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। সেই সময়ই কংগ্রেস সভাপতি লাল্লুকে গ্রেফতার করে পুলিশ।
कांग्रेस के लोग लाठियों और गिरफ्तारियों से नहीं डरने वाले।
आरोपियों को गिरफ्तार करो और अमेठी की दलित बेटी को न्याय दो।
न्याय न मिलने तक लड़ाई लड़ते रहेंगे। @myogiadityanath को जवाब देना होगा। pic.twitter.com/U6PA5Raq2M
— UP Congress (@INCUttarPradesh) December 30, 2021
অমেঠি পুলিশ সুপার দীনেশ সিং জানিয়েছেন, বিনা অনুমতি বিক্ষোভ প্রদর্শন করা এবং রাস্তা আটকে বসে পড়ার কারণেই কংগ্রেস সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস সভাপতি এই গ্রেফতারির প্রতিবাদে স্বাভাবিকভাবেই কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া এসেছে। উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বিজেপিকে চরম আক্রমণ করেছেন। প্রিয়াঙ্কার দাবি, আটক হওয়া কংগ্রেস নেতা কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে।
অমেঠির এক দলিত কিশোরীকে মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাহুল সোনি, সুরজ সোনি এবং শুভম গুপ্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নির্যাতিত কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়ছে। অভিযুক্ত ৩ জনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলেই খবর।
প্রসঙ্গত, ভোটমুখী উত্তর প্রদেশে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচির উদ্বোধনের জন্য ঘনঘন গোবলয়ের রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ঘটনা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যোগী আদিত্যনাথের ওপরই আস্থা রাখছেন সেই কথা স্পষ্ট হয়েছে। কিশোরী নির্যাতের ঘটনায় আবারও সেই যোগী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠল। আগামী বিধানসভা নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজ্যের জনগণ বিজেপি তথা যোগীর ওপর আস্থা রাখে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন Mamata Banerjee On New Year: ‘আশ্চর্য! নতুন বছর আমি কীভাবে আটকাব? নেগেটিভিটি ছড়াবেন না’