UP Assembly Election 2022 Voting Phase 6 : শান্তিপূর্ণভাবেই সংগঠিত হল ষষ্ঠ দফার ভোট গ্রহণ, বিকেল ৫ টে অবধি ভোট পড়ল ৫৩.৩১ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: TV9 Bangla

Apr 22, 2022 | 4:50 PM

Uttar Pradesh Assembly Election 2022 Voting Live Updates: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছা়ড়াও সূর্য প্রতাপ সাহি, সতীশ চন্দ্র দ্বিবেদী, জয় প্রতাপ সিং, জয় প্রকাশ নিশাদের মতো রাজ্য মন্ত্রীদেরও ভাগ্য নির্ধারণ হবে ষষ্ঠ দফায়।

UP Assembly Election 2022 Voting Phase 6  : শান্তিপূর্ণভাবেই সংগঠিত হল ষষ্ঠ দফার ভোট গ্রহণ, বিকেল ৫ টে অবধি ভোট পড়ল ৫৩.৩১ শতাংশ
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

উত্তর প্রদেশে চলছে ভোটযুদ্ধ। বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ আজ।মোট ১০টি জেলায় ৫৭টি আসনে ভোট গ্রহণ হবে। এদিনের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, এবার প্রথমবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। আজ সেই কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছা়ড়াও সূর্য প্রতাপ সাহি, সতীশ চন্দ্র দ্বিবেদী, জয় প্রতাপ সিং, জয় প্রকাশ নিশাদের মতো রাজ্য মন্ত্রীদেরও ভাগ্য নির্ধারণ হবে ষষ্ঠ দফায়। যে কেন্দ্রগুলির উপর বিশেষ নজর থাকবে, সেগুলি হল আম্বেদন নগর, কুশিনগর, গোরক্ষপুর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বস্তি, সন্ত কবীর নগর, মহারাজগঞ্জ, দেওরিয়া। ২০১৭ সালে এই ৫৭টি আসনের মধ্যে বিজেপি ৪৬টি আসনেই জয়ী হয়েছিল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Mar 2022 06:11 PM (IST)

    বিকেল ৫ টা অবধি ভোট পড়ল ৫০.৩৩ শতাংশ

    উত্তর প্রদেশের ষষ্ঠ দফার নির্বাচন সমাপ্ত হল। বিকেল ৫ টা অবধি ভোট পড়েছে ৫৩.৩১ শতাংশ।

  • 03 Mar 2022 04:16 PM (IST)

    দুপুর ৩ টে অবধি ভোটের হার ৪৬.৭০ শতাংশ

    উত্তর প্রদেশে ষষ্ঠ দফায় ১০ টি জেলায় ভোটগ্রহণ চলছে। দুপুর ৩ টে অবধি ভোট পড়েছে ৪৬.৭০ শতাংশ।


  • 03 Mar 2022 02:46 PM (IST)

    দুপুর ১টা অবধি ভোট পড়ল ৩৬ শতাংশ

    ষষ্ঠ দফায় ১০ জেলায় চলছে ভোটগ্রহণ পর্ব। দুপুর ১টা অবধি ভোট পড়ল ৩৬.৩৩ শতাংশ।

  • 03 Mar 2022 01:50 PM (IST)

    ভোট দিলেন অভিনেতা রবি কিষণ

    ষষ্ঠ দফায় ভোট দিলেন অভিনেতা তথা গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষণ। তিনি বলেন, বিজেপি ৩০০-রও বেশি আসনে জয়ী হবে।

  • 03 Mar 2022 11:55 AM (IST)

    সকাল ১১টা অবধি ভোট পড়ল ২১ শতাংশ

    উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় সকাল ১১টা অবধি ভোট পড়ল ২১.৭৯ শতাংশ।

  • 03 Mar 2022 11:53 AM (IST)

    ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিব প্রতাপ শুক্লা

    উত্তর প্রদেশে ষষ্ঠ দফার নির্বাচনে ভোট দিতে এলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিব প্রতাপ শুক্লা। তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে ৩০০-রও বেশি আসনে জয়ী হয়ে সরকার গড়বে বিজেপি।

  • 03 Mar 2022 10:15 AM (IST)

    সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮ শতাংশ

    উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে আজ। সকাল ৯টা অবধি রাজ্যে ভোট পড়ল ৮.৬৯ শতাংশ।

  • 03 Mar 2022 09:04 AM (IST)

    ভোট দিলেন মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি

    ষষ্ঠ দফায় একে একে ভোট দিতে আসছেন উত্তর প্রদেশের মন্ত্রীরা। এদিন সকালে ফেপনা কেন্দ্রে ভোট দেন রাজ্যের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি।

  • 03 Mar 2022 08:16 AM (IST)

    ৮০ শতাংশ আসনেই জয়ী হবে বিজেপি, দাবি যোগী আদিত্যনাথের

    এদিন সকালেই গোরক্ষপুরে ভোট দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, “আশা করছি বিপুল সংখ্যক মানুষ ভোট দেবেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি রেকর্ড করবে এবং ৮০ শতাংশেরও বেশি আসনে জয়ী হবে”।

  • 03 Mar 2022 07:33 AM (IST)

    সকালেই ভোট দিতে এলেন মুখ্যমন্ত্রী

    উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভাগ্য পরীক্ষা হতে চলেছে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এই প্রথমবার তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদিন সকালেই তিনি গোরক্ষপুরের একটি কেন্দ্রে ভোট দেন।

  • 03 Mar 2022 07:31 AM (IST)

    শুরু হল ভোট গ্রহণ পর্ব

    উত্তর প্রদেশে শুরু হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। সন্ধে ৬টা অবধি চলবে ভোটগ্রহণ পর্ব।

  • 03 Mar 2022 06:03 AM (IST)

    নজর থাকবে যে কেন্দ্রগুলিতে

    উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় যে কেন্দ্রগুলির উপর বিশেষ নজর থাকবে, সেগুলি হল আম্বেদন নগর, কুশিনগর, গোরক্ষপুর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বস্তি, সন্ত কবীর নগর, মহারাজগঞ্জ, দেওরিয়া।

  • 03 Mar 2022 06:02 AM (IST)

    ভাগ্য পরীক্ষা মুখ্যমন্ত্রীর

    এদিনের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, এবার প্রথমবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন।

  • 03 Mar 2022 06:01 AM (IST)

    ষষ্ঠ দফার ভোটগ্রহণ আজ

    উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধে ৬টা অবধি।