উত্তর প্রদেশে চলছে ভোটযুদ্ধ। বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ আজ।মোট ১০টি জেলায় ৫৭টি আসনে ভোট গ্রহণ হবে। এদিনের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, এবার প্রথমবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। আজ সেই কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছা়ড়াও সূর্য প্রতাপ সাহি, সতীশ চন্দ্র দ্বিবেদী, জয় প্রতাপ সিং, জয় প্রকাশ নিশাদের মতো রাজ্য মন্ত্রীদেরও ভাগ্য নির্ধারণ হবে ষষ্ঠ দফায়। যে কেন্দ্রগুলির উপর বিশেষ নজর থাকবে, সেগুলি হল আম্বেদন নগর, কুশিনগর, গোরক্ষপুর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বস্তি, সন্ত কবীর নগর, মহারাজগঞ্জ, দেওরিয়া। ২০১৭ সালে এই ৫৭টি আসনের মধ্যে বিজেপি ৪৬টি আসনেই জয়ী হয়েছিল।
উত্তর প্রদেশের ষষ্ঠ দফার নির্বাচন সমাপ্ত হল। বিকেল ৫ টা অবধি ভোট পড়েছে ৫৩.৩১ শতাংশ।
#UttarPradeshElections | 53.31% voters turnout recorded till 5 pm during ongoing polling across 10 districts in the sixth phase. pic.twitter.com/7hhHoczenG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
উত্তর প্রদেশে ষষ্ঠ দফায় ১০ টি জেলায় ভোটগ্রহণ চলছে। দুপুর ৩ টে অবধি ভোট পড়েছে ৪৬.৭০ শতাংশ।
#UttarPradeshElections | 46.70% voters turnout recorded till 3 pm during ongoing polling across 10 districts in the sixth phase. pic.twitter.com/Z56Umw26Yy
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
ষষ্ঠ দফায় ১০ জেলায় চলছে ভোটগ্রহণ পর্ব। দুপুর ১টা অবধি ভোট পড়ল ৩৬.৩৩ শতাংশ।
#UttarPradeshElections | 36.33% voters turnout recorded till 1 pm during ongoing polling across 10 districts in the sixth phase pic.twitter.com/Q61Cmk3Oia
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
ষষ্ঠ দফায় ভোট দিলেন অভিনেতা তথা গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষণ। তিনি বলেন, বিজেপি ৩০০-রও বেশি আসনে জয়ী হবে।
We will win all 9 seats in Gorakhpur mandal. Voter turnout will be historic in Purvanchal region. BJP will get over 300 seats. The construction of Ram Temple is underway. Now, the people UP have decided to establish 'Ram Rajya' here: BJP MP from Gorakhpur, Ravi Kishan pic.twitter.com/imj59g9wwT
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় সকাল ১১টা অবধি ভোট পড়ল ২১.৭৯ শতাংশ।
#UttarPradeshAssemblyElections | 21.79% voter turnout recorded till 11 am during ongoing polling across 10 districts in the sixth phase pic.twitter.com/qtI8yml7D1
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
উত্তর প্রদেশে ষষ্ঠ দফার নির্বাচনে ভোট দিতে এলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিব প্রতাপ শুক্লা। তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে ৩০০-রও বেশি আসনে জয়ী হয়ে সরকার গড়বে বিজেপি।
BJP MP and former Union minister Shiv Pratap Shukla along with his family casts his vote at St. Andrews Inter College, Gorakhpur, in the sixth phase of Uttar Pradesh Assembly elections
'300 ki paar ki sarkaar' in this Assembly elections, says Shukla. pic.twitter.com/M2ygCjh8WV
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে আজ। সকাল ৯টা অবধি রাজ্যে ভোট পড়ল ৮.৬৯ শতাংশ।
ষষ্ঠ দফায় একে একে ভোট দিতে আসছেন উত্তর প্রদেশের মন্ত্রীরা। এদিন সকালে ফেপনা কেন্দ্রে ভোট দেন রাজ্যের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি।
Uttar Pradesh minister Upendra Tiwari, contesting from Phephna Assembly seat, casts his vote at a polling station in Ballia
I am confident that BJP will win, he says.#UttarPradeshElections2022 pic.twitter.com/vPBcQR4wf5
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
এদিন সকালেই গোরক্ষপুরে ভোট দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, “আশা করছি বিপুল সংখ্যক মানুষ ভোট দেবেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি রেকর্ড করবে এবং ৮০ শতাংশেরও বেশি আসনে জয়ী হবে”।
I hope people will vote in large numbers. Under PM Modi leadership BJP will make a record & will win large number of seats. We will win over 80% seats. Vote for development & security, vote for BJP: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath said after casting his vote pic.twitter.com/Ijld4i19lG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভাগ্য পরীক্ষা হতে চলেছে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এই প্রথমবার তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদিন সকালেই তিনি গোরক্ষপুরের একটি কেন্দ্রে ভোট দেন।
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath casts his vote at Primary School Gorakhnath Kanya Nagar Kshetra, in Gorakhpur, for the 6th phase of #UttarPradeshElections pic.twitter.com/Eou6apv4p0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
উত্তর প্রদেশে শুরু হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। সন্ধে ৬টা অবধি চলবে ভোটগ্রহণ পর্ব।
Uttar Pradesh Assembly elections | 57 seats across 10 districts go to polls in the sixth phase; CM Adityanath’s fate to be decided#UttarPradeshElections pic.twitter.com/zaerDFc3nP
— ANI (@ANI) March 3, 2022
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় যে কেন্দ্রগুলির উপর বিশেষ নজর থাকবে, সেগুলি হল আম্বেদন নগর, কুশিনগর, গোরক্ষপুর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বস্তি, সন্ত কবীর নগর, মহারাজগঞ্জ, দেওরিয়া।
এদিনের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, এবার প্রথমবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন।
উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধে ৬টা অবধি।