অবশেষে শেষ পর্বে পৌঁছল ভোট যুদ্ধ। আজ উত্তর প্রদেশে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। এদিনের ভোটযুদ্ধে সবথেকে বেশি নজর থাকবে বারাণসীর উপরই, কারণ এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। বারাণসী ছাড়াও পার্শ্ববর্তী আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র সহ মোট ৮টি জেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব, চলবে সন্ধে ৬টা অবধি। শেষ দফায় বেশ কয়েকজন মন্ত্রী ও বিরোধী নেতার ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলেন অনিল রাজবর, নীলকান্ত তিওয়ারি, গিরীশ যাদব, সঙ্গীতা যাদব বলবন্ত প্রমুখ। বিরোধীদের মধ্যে অন্যতম হলেন সদ্য প্রাক্তন মন্ত্রী দারা সিং চৌহান, দুর্গা প্রসাদ যাদব, বিজয় মিশ্র, ওমপ্রকাশ রাজবর, ধনঞ্জয় সিং, আব্বাস আনসারি প্রমুখ।
শেষ উত্তর প্রদেশের শেষ দফার নির্বাচন। নির্বাচন কমিশনের পাওয়া তথ্য় অনুযায়ী যোগী রাজ্য বিকেল ৫৪.১৮ শতাংশ ভোট পড়েছে।
আজ চলছে উত্তর প্রদেশের শেষ দফার নির্বাচন। দেশের সবথেকে বড় রাজ্যে ৭ দফার নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শেষ দফার নির্বাচনে উত্তর প্রদেশে বিকেল ৩ টে অবধি ৪৬.৪০ শতাংশ ভোট পড়েছে।
আজ উত্তর প্রদেশে চলছে শেষ দফার বিধানসভা নির্বাচন। এরপরই ১০ মার্চ উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা। নির্বাচন কমিশন সূত্রে খবর, বেলা ১ টা অবধি উত্তর প্রদেশে ৩৫.৫১ শতাংশ ভোট পড়েছে।
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ দফায় সকাল ১১টা অবধি ভোট পড়েছে ২১.৫৫ শতাংশ।
21.55% voters turnout recorded till 11 am in the seventh and final phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/mP779g9sJg
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 7, 2022
এদিন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আপনা দলের জাতীয় সভাপতি অনুপ্রিয়া পটেল।
"I have cast my vote in Mirzapur. I am assured that all 5 seats in the constituency will be won our NDA candidates," Apna Dal's Anupriya Patel said after casting her vote pic.twitter.com/JOG4FlQkUi
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 7, 2022
উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ পর্ব। এদিন সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮.৫৮ শতাংশ।
শেষ দফায় বারাণসী সহ ৮ জেলায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই লম্বা লাইন দেখা গেল একাধিক ভোটকেন্দ্রে।
Polling underway in Mau in the last phase of #UttarPradeshElections2022
613 candidates across 54 Assembly seats in 9 districts are in fray pic.twitter.com/j9KlhVA6Ts
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 7, 2022
উত্তর প্রদেশে শেষ দফায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ।
Voting underway at National Inter College in South Varanasi area in the seventh phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/i8j1mgQKI0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 7, 2022
শুরু হল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।
#UttarPradeshElections2022 | Voting begins in Azamgarh, for the 7th & last phase of the state Assembly elections.
Visuals from polling booth number 231, Uchh Prathmik Vidyalaya in Narauli pic.twitter.com/wBVUiEik98
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 7, 2022
এদিনের ভোটযুদ্ধে সবথেকে বেশি নজর থাকবে বারাণসীর উপরই, কারণ এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। বারাণসী ছাড়াও পার্শ্ববর্তী আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র সহ মোট ৮টি জেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
দেশেক বৃহত্তম রাজ্য হওয়ায় বিধানসভা নির্বাচনে সাত দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। আজ উত্তর প্রদেশে শেষ দফার নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব, চলবে সন্ধে ৬টা অবধি।