UP Assembly Election 2022 Voting Phase 7: উত্তর প্রদেশে চলছে শেষ দফার ভোটগ্রহণ, দুপুর ৫ টা অবধি ভোট পড়ল ৫৪ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 07, 2022 | 6:27 PM

Uttar Pradesh Assembly Election 2022 Voting Live Updates: এদিনের ভোটযুদ্ধে সবথেকে বেশি নজর থাকবে বারাণসীর উপরই, কারণ এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র।

UP Assembly Election 2022 Voting Phase 7: উত্তর প্রদেশে চলছে শেষ দফার ভোটগ্রহণ, দুপুর ৫ টা  অবধি ভোট পড়ল ৫৪ শতাংশ
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

অবশেষে শেষ পর্বে পৌঁছল ভোট যুদ্ধ। আজ উত্তর প্রদেশে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। এদিনের ভোটযুদ্ধে সবথেকে বেশি নজর থাকবে বারাণসীর উপরই, কারণ এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। বারাণসী ছাড়াও পার্শ্ববর্তী আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র সহ মোট ৮টি জেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব, চলবে সন্ধে ৬টা অবধি।  শেষ দফায় বেশ কয়েকজন মন্ত্রী ও বিরোধী নেতার ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলেন অনিল রাজবর, নীলকান্ত তিওয়ারি, গিরীশ যাদব, সঙ্গীতা যাদব বলবন্ত প্রমুখ। বিরোধীদের মধ্যে অন্যতম হলেন সদ্য প্রাক্তন মন্ত্রী দারা সিং চৌহান, দুর্গা প্রসাদ যাদব, বিজয় মিশ্র, ওমপ্রকাশ রাজবর, ধনঞ্জয় সিং, আব্বাস আনসারি প্রমুখ।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Mar 2022 06:27 PM (IST)

    উত্তর প্রদেশে শেষ দফার ৫৪ শতাংশ ভোট

    শেষ উত্তর প্রদেশের শেষ দফার নির্বাচন। নির্বাচন কমিশনের পাওয়া তথ্য় অনুযায়ী যোগী রাজ্য বিকেল ৫৪.১৮ শতাংশ ভোট পড়েছে।

  • 07 Mar 2022 05:15 PM (IST)

    ভোট পড়ল ৪৬ শতাংশ

    আজ চলছে উত্তর প্রদেশের শেষ দফার নির্বাচন। দেশের সবথেকে বড় রাজ্যে ৭ দফার নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শেষ দফার নির্বাচনে উত্তর প্রদেশে বিকেল ৩ টে অবধি ৪৬.৪০ শতাংশ ভোট পড়েছে।


  • 07 Mar 2022 02:43 PM (IST)

    ১ টা অবধি ভোট পড়ল ৩৫ শতাংশ

    আজ উত্তর প্রদেশে চলছে শেষ দফার বিধানসভা নির্বাচন। এরপরই ১০ মার্চ উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা। নির্বাচন কমিশন সূত্রে খবর, বেলা ১ টা অবধি উত্তর প্রদেশে ৩৫.৫১ শতাংশ ভোট পড়েছে।

  • 07 Mar 2022 11:59 AM (IST)

    সকাল ১১টা অবধি ভোট পড়ল ২১ শতাংশ

    উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ দফায় সকাল ১১টা অবধি ভোট পড়েছে ২১.৫৫ শতাংশ।

  • 07 Mar 2022 11:18 AM (IST)

    ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল

    এদিন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আপনা দলের জাতীয় সভাপতি অনুপ্রিয়া পটেল।

  • 07 Mar 2022 09:45 AM (IST)

    সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮ শতাংশ

    উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ পর্ব। এদিন সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮.৫৮ শতাংশ।

  • 07 Mar 2022 08:22 AM (IST)

    লম্বা লাইন বিভিন্ন বুথে

    শেষ দফায় বারাণসী সহ ৮ জেলায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই লম্বা লাইন দেখা গেল একাধিক ভোটকেন্দ্রে।

  • 07 Mar 2022 08:20 AM (IST)

    শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ

    উত্তর প্রদেশে শেষ দফায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ।

  • 07 Mar 2022 07:13 AM (IST)

    শুরু হল ভোটগ্রহণ

    শুরু হল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

  • 07 Mar 2022 05:58 AM (IST)

    নজরে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র

    এদিনের ভোটযুদ্ধে সবথেকে বেশি নজর থাকবে বারাণসীর উপরই, কারণ এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। বারাণসী ছাড়াও পার্শ্ববর্তী আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র সহ মোট ৮টি জেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

  • 07 Mar 2022 05:57 AM (IST)

    শেষ দফার ভোট গ্রহণ উত্তর প্রদেশে

    দেশেক বৃহত্তম রাজ্য হওয়ায় বিধানসভা নির্বাচনে সাত দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। আজ উত্তর প্রদেশে শেষ দফার নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব, চলবে সন্ধে ৬টা অবধি।