PM in Uttarakhand: ভোটমুখী উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 04, 2021 | 8:13 AM

Narendra Modi; ভোটের আগেই উত্তরাখণ্ড বাসীকে উন্নয়নের বার্তা দিতে একাধিক প্রকল্প উদ্বোধনে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

1 / 5
দেরাদুন: ভোটমুখী উত্তরখণ্ড সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেবভূমে, একাধিক নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই পাশাপাশি প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডরও অন্যতম। ছবি: ফাইল চিত্র

দেরাদুন: ভোটমুখী উত্তরখণ্ড সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেবভূমে, একাধিক নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই পাশাপাশি প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডরও অন্যতম। ছবি: ফাইল চিত্র

2 / 5
হ্যাক হয়ে গেল খোদ প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টই! ফাইল ছবি।

হ্যাক হয়ে গেল খোদ প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টই! ফাইল ছবি।

3 / 5
ইকোনমিক করিডর ছাড়াও দেরাদুনে ৭ টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য বদ্রীনাথ ধামের যাত্রপথে ধস বিরোধী একটি প্রকল্পও রয়েছে বলেই জানা গিয়েছে। ৫৮ নম্বর জাতীয় সড়কে লাম্বাগড়, সাকানিধর, শ্রীনগর এবং দেবপ্রয়াগে ধস প্রতিরোধের জন্য এই নির্মাণ করা হয়েছে। ছবি: ফাইল চিত্র

ইকোনমিক করিডর ছাড়াও দেরাদুনে ৭ টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য বদ্রীনাথ ধামের যাত্রপথে ধস বিরোধী একটি প্রকল্পও রয়েছে বলেই জানা গিয়েছে। ৫৮ নম্বর জাতীয় সড়কে লাম্বাগড়, সাকানিধর, শ্রীনগর এবং দেবপ্রয়াগে ধস প্রতিরোধের জন্য এই নির্মাণ করা হয়েছে। ছবি: ফাইল চিত্র

4 / 5
যেপ্রকল্প গুলির উদ্বোধন ও শিলান্যাস হবে তাঁর মধ্যে করিডরটি পরিবেশ বান্ধব। এই করিডরের কাজ শেষ হলে এটি এশিয়ার সর্ববৃহৎ এলিভেটেড করিডর হিসেবে নজির তৈরি করবে। এই করিডরের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। ছবি: ফাইল চিত্র

যেপ্রকল্প গুলির উদ্বোধন ও শিলান্যাস হবে তাঁর মধ্যে করিডরটি পরিবেশ বান্ধব। এই করিডরের কাজ শেষ হলে এটি এশিয়ার সর্ববৃহৎ এলিভেটেড করিডর হিসেবে নজির তৈরি করবে। এই করিডরের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। ছবি: ফাইল চিত্র

5 / 5
বছর ঘুরতেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। সেই দিক থেকে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও দিওয়ালির সময় এই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। কেদারনাথ মন্দিরে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করার পাশাপাশি কেদারনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। ছবি: ফাইল চিত্র

বছর ঘুরতেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। সেই দিক থেকে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও দিওয়ালির সময় এই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। কেদারনাথ মন্দিরে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করার পাশাপাশি কেদারনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। ছবি: ফাইল চিত্র

Next Photo Gallery