
ওয়েনাড: “এল্লোরম কংগ্রেসিক্কু ভোট পোডুঙ্গাল”। ১৯৯৮ সালে নির্বাচনী ময়দানে আত্মপ্রকাশ করেছিলেন সনিয়া গান্ধী, কিন্তু সকলের মন জয় করেছিল তাঁর পাশে দাঁড়িয়ে থাকা কন্যা প্রিয়ঙ্কার এই আর্জি। তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে কংগ্রেসের নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। তখন বয়স ২৬ বছর। কংগ্রেস সমর্থকরা সেদিন স্লোগান দিয়েছিলেন, “আমাদের ভবিষ্যত নেত্রী”। তারপর থেকে রাজনীতির ময়দানে পরিচিত প্রিয়ঙ্কা। তাঁর মধ্যে অনেকে ইন্দিরার ছায়াও দেখেন। তবে সক্রিয় রাজনীতিতে থাকলেও, ভোটের লড়াইয়ে নামতে প্রিয়ঙ্কার সময় লেগে গেল ৩৫ বছর। আর প্রথম লড়াইয়েই ভিকট্রি। লোকসভা উপনির্বাচনে ৪ লক্ষেরও বেশি ভোটে ওয়েনাড কেন্দ্র থেকে জয়ী প্রিয়ঙ্কা গান্ধী। দাদা রাহুল গান্ধীর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা। জয় যদি এতই সহজ ছিল, তাহলে ৩৫ বছর সময় কেন নিলেন প্রিয়ঙ্কা? সময় লাগল ৩৫ বছর- প্রিয়ঙ্কার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে, বাবা রাজীব গান্ধীর ছত্রছায়ায়। ১৯৮৯ সালে মায়ের হয়ে প্রথম প্রচার।...