লক্ষ্য ‘সোনার বাংলা’, আজ-কাল ঠাসা কর্মসূচি নিয়ে ফের বঙ্গ-সফরে অমিত শাহ

Mar 14, 2021 | 10:12 AM

রাজ্য বিজেপি (BJP) নেতারা বলছেন, মিনিটে মিনিটে, ইঞ্চিতে ইঞ্চিতে প্রচার হবে। এক দিনও ফাঁকা যাবে না। একটা কেন্দ্রও বাদ থাকবে না।

লক্ষ্য সোনার বাংলা, আজ-কাল ঠাসা কর্মসূচি নিয়ে ফের বঙ্গ-সফরে অমিত শাহ
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: পাখির চোখ বাংলা। বিজেপির (BJP) একের পর এক হাইভোল্টেজ প্রচার রাজ্যে। রবিবার ফের শাহি-সফর বঙ্গে। দু’দিনে তিন জেলায় কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। এদিন বিকেলে খড়গপুরে রোড শো করবেন তিনি। সোমবার ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দলীয় প্রচার। রাজ্য বিজেপি নেতারা বলছেন, মিনিটে মিনিটে, ইঞ্চিতে ইঞ্চিতে প্রচার হবে। এক দিনও ফাঁকা যাবে না। একটা কেন্দ্রও বাদ থাকবে না।

১৪ মার্চ, রবিবার সন্ধ্যায় খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ। ১৫ মার্চ, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিছিল করবেন ঝাড়গ্রামে। বাঁকুড়াতেও কর্মসূচি রয়েছে তাঁর। ২২ ঘণ্টায় তিন জেলা সফর করবেন শাহ।

এক নজরে রবিবারের শাহি-সফর

১৪ মার্চ বিকেল ৪ টে ২০: কলকাতা বিমানবন্দরে অবতরণ
বিকেল ৪ টে ৩০: হেলিকপ্টারে খড়গপুর রওনা
বিকেল ৫ টা: খড়গপুরের ধোবিঘাটে অবতরণ
বিকেল ৫ টা ১০: মালঞ্চর প্রেমহরি ভবনে রোড শো শুরু
বিকেল ৫ টা ৫৫: মালঞ্চ পেট্রোল পাম্পে রোড শো শেষ
সন্ধ্যা ৬ টা ১০: খড়গপুরের হোটেল গ্রিনল্যান্ডে প্রবেশ
সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা: জেলা ও মণ্ডল নেতাদের সঙ্গে বৈঠক
রাত ৮টা: খড়গপুরের হোটেল গ্রিনল্যান্ডে রাত্রিবাস

আরও পড়ুন: পোস্টার লাগানোকে ঘিরে তুলকালাম পানিহাটি, বেধড়ক ‘মার’ বিজেপি কর্মীকে

সোমবার, সকাল সাড়ে ১০টায় ধোবিঘাট থেকেই উড়বে স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার। সকাল ১০টা ৪০-এ ঝাড়গ্রাম রাজ কলেজ হেলিপ্যাডে অবতরণ। এরপর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঝাড়গ্রাম সার্কাস মাঠে জনসভা করবেন তিনি। ১২টা ১০ নাগাদ বাঁকুড়ার জন্য রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর সাড়ে ১২ টায় বাঁকুড়ায় খাতড়ার পাইপ গ্রাউন্ডে অবতরণ। দুপুর ১ টা থেকে ১টা ৪০ পর্যন্ত খাতড়া এ টিম গ্রাউন্ডে জনসভা করবেন। ১টা ৫০ নাগাদ খাতড়া থেকে হেলিকপ্টারে কলকাতায় পৌঁছবেন। এরপর বিশেষ বিমানে ২টো ৪০ নাগাদ অসমের পথে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Next Article