কলকাতা: মনোনয়ন পত্রে কোনও ত্রুটি নেই। নির্বাচন কমিশন তা গ্রহণ করুক। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) উজ্জ্বল কুমারের মনোনয়ন জমার ক্ষেত্রে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দেন।
জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল তাদের প্রার্থী করেছে উজ্জ্বল কুমারকে। বুধবারই নির্বাচন কমিশন জানায়, উজ্জ্বলবাবু যে হলফনামা জমা দিয়েছেন তা ত্রুটিপূর্ণ। তাই এই মনোনয়ন পত্রকে তারা বাতিল ঘোষণা করছে। যদিও এখানে ত্রুটি ঠিক কোথায়, তা নিয়ে কমিশনের তরফে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। তবে নির্বাচন কমিশনের সাইটে এই হলফনামার নীচে ‘রিজেক্টেড’ লেখা ছিল।
আরও পড়ুন: ‘সব কিছু সাজানো, কারও নাম নিচ্ছি না’, বিস্ফোরক নুসরত
এরপরই আদালতের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। রিট পিটিশন দাখিল করেন তিনি। বৃহস্পতিবার তারই শুনানিতে আদালত জানিয়ে দেয়, সবরকম আইনি নিয়ম মেনেই এই হলফনামা জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, উজ্জ্বল কুমার প্রথমবার যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে কিছু ত্রুটি ছিল। তা শুধরে দ্বিতীয়বার মনোনয়ন পত্র জমা দেন তিনি। কিন্তু বুধবার কমিশন জানায়, সে মনোনয়ন পত্রও ত্রুটিপূর্ণ। যদিও লক্ষ্মীবারে আদালতের রায়ে স্বস্তি ফিরল তৃণমূলের অন্দরে। স্বস্তিতে উজ্জ্বল কুমারও।