নয়া দিল্লি: এবার বাংলায় ভোট প্রচারে ঝাঁপাচ্ছে কংগ্রেসও। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিংয়ের মতো হেভিওয়েটরা এবার বঙ্গ কংগ্রেসের ভোট প্রচারে। তালিকায় থাকছে সচিন পাইলট, নভজ্যোত সিং সিধু, আজহারুদ্দিনের নামও। তবে বাম-কংগ্রেসের জোটের হয়ে এই প্রচার, নাকি শুধুই কংগ্রেস প্রার্থীদের জন্য আসছেন তাঁরা, তা এখনও স্পষ্ট নয়।
বাম-কংগ্রেসের জোট হওয়া ইস্তক এখনও অবধি কংগ্রেসের কোনও হেভিওয়েট নেতৃত্বকে বাংলায় দেখা যায়নি। এমনকী বারবার গান্ধী পরিবারের সদস্যদের উপস্থিতির জল্পনা সত্ত্বেও বামেদের ব্রিগেড সমাবেশে অধীর চৌধুরী, ভূপেশ বাঘেলকে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রদেশ কংগ্রেসকে। তবে এবার কংগ্রেসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল তারকা প্রচারকের নাম।
আরও পড়ুন: ভোটের বঙ্গে এবার কি শুধুই বুটের শব্দ! প্রথম দফাতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
তালিকায় রয়েছেন সনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, মল্লিকার্জুন খাড়গে, অমরিন্দর সিং, অশোক গেহলট, জিতিন প্রসাদ, রণদীপ সিং সুরজেওয়ালা, আব্দুল মান্নান, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, অভিজিৎ মুখোপাধ্যায়, অখিলেশ প্রসাদ সিং, মহম্মদ আজহারুদ্দিন, নভজ্যোত সিং সিধু, সলমন খুরশিদ, কলম নাথ-সহ ৩০ জনের নাম। তবে কে কবে প্রচারে আসবেন তা এখনও কংগ্রেসের তরফে জানানো হয়নি। প্রশ্ন থেকেই উঠছে, শুধুই কি কংগ্রেসের হয়ে প্রচার করবেন সোনিয়া, মনমোহনরা? নাকি সুজন, সৃজন, শতরূপ, ঐশীদের হয়েও বাংলায় ভোট চাইতে দেখা যাবে তাঁদের।