‘সরকার মিথ্যা মামলায় ফাঁসালেও জিতব আমরাই’! কোন মন্ত্রে জয়, জানালেন মুকুল

Mar 23, 2021 | 2:42 PM

মুকুল রায়ের (Mukul Roy) উল্টোদিকে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই নদিয়া জেলার অন্যতম চমক কৃষ্ণনগর উত্তর কেন্দ্র।

সরকার মিথ্যা মামলায় ফাঁসালেও জিতব আমরাই! কোন মন্ত্রে জয়, জানালেন মুকুল
ফাইল চিত্র।

Follow Us

নদিয়া: সরকার মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে (BJP) জাঁতাকলে পিষতে চাইলেও লাভ হবে না। বিজেপিই এ রাজ্যে ক্ষমতায় আসছে। মঙ্গলবার প্রচারের ফাঁকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়। তিনি বলেন, “সরকার যতই পরিকল্পিতভাবে মিথ্যা কেস দিক। নিশ্চিতভাবে এবার সরকারে আমরাই আসব।”

সম্প্রতি লাভপুরে তিন সিপিএম সমর্থকের হত্যা মামলায় জামিন পেয়েছেন মুকুল রায়। যে মামলায় তাঁর বিরুদ্ধে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। গত ২২ মার্চ বোলপুর আদালতে জামিন নেন এই বিজেপি নেতা। আইনি জটিলতাকে সরিয়ে রেখে আপাতত জোর কদমে প্রচার চালাচ্ছেন মুকুল।

কুড়ি বছর পর ভোটের ময়দানে সরাসরি অবতীর্ণ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের চাণক্য। এর আগে একবারই জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে নেমেছিলেন মুকুল। ২০০১ সালে উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে ভোটে দাঁড়ান তিনি। হেরে যান। এরপর মাঝের দীর্ঘ সময় রাজ্যসভার সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী, নানা দায়িত্ব তিনি সামলেছেন। তবে ভোটে লড়েননি আর। এরপর তৃণমূল ছেড়ে বিজেপির সঙ্গে রাজনীতির নতুন ইনিংস শুরু হয় মুকুলের। আর নয়া ইনিংসে নয়া মোড় এই বিধানসভা ভোটে লড়াই করা।

আরও পড়ুন: ফের জোরাল হচ্ছে প্রার্থী বদলের সম্ভাবনা! রাজ্য নেতৃত্বকে চিঠি বিজেপির জেলা নেতৃত্বের

মুকুল রায়ের উল্টোদিকে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই নদিয়া জেলার অন্যতম চমক কৃষ্ণনগর উত্তর কেন্দ্র। এদিন মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রাজ্য সরকার নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অনেক কেস দেবে, যুদ্ধ করবে। কিন্তু শেষমেশ আমরাই ক্ষমতায় আসব। রাজ্যের প্রতিটি বিধানসভা আসনে আমরা ভাল প্রার্থী দিয়েছি। দল যেখানে যেখানে চাইবে সেখানে সেখানে প্রচার করব। জয় আমাদের নিশ্চিত।”

Next Article