বীরভূম: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গড়ে রীতিমত ‘স্ক্যানিং’ চালাচ্ছে বিজেপি (BJP)। ভোটে অভিযোগ ওঠে, দাপুটে ‘কেষ্টদার ভয়ে’ বোলপুর-সহ বীরভূমের বিভিন্ন বুথে বিরোধীরা নাকি এজেন্ট বসাতে পারে না। এবার সেই সব বুথই ‘টার্গেট’ গেরুয়া ব্রিগেডের। যে সমস্ত বুথে অতীতে এমন অভিযোগ উঠেছে, তার তথ্যসংগ্রহ এবার বিজেপির আইটি সেল।
আসন্ন বিধানসভা নির্বাচনে অনুব্রত-গড় দখল করতে মরিয়া বিজেপি। বীরভূমে পদ্ম ফোটাতে ময়দানে নেমে পড়েছে বিজেপির আইটি সেল। সূত্রের খবর, ২০১৯-এর লোকসভা নির্বাচনে শাসকদলের হাতে আক্রান্ত হয়েছে এমন রাজনৈতিক কর্মীদের বাড়ি গিয়ে কথা বলছেন আইটি সেলের কর্মীরা। রীতিমত নাম ধরে ধরে তালিকা প্রস্তুত করা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে আক্রান্ত ও তাঁদের পরিজনদের প্রচারে নামানোরও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে বিজেপির অন্দরের খবর।
আরও পড়ুন: ভোটের আগে উত্তর প্রদেশ-গুজরাত থেকে অস্ত্র আসছে, বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয়র
এ ক্ষেত্রে বোলপুর থেকেই কাজ শুরু করেছে বিজেপির আইটি সেল। বোলপুর পুরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডে আক্রান্তদের তালিকা প্রস্তুতি কাজ শুরু করেছে বিজেপি। বিজেপির অভিযোগ ২০১৯ লোকসভা নির্বাচনে কোনও বুথে তাঁদের দলের এজেন্টকে বসতে দেয়নি। এবারও একই পরিস্থিতির মুখে যাতে পড়তে না হয় তা কোমর বেঁধে নামছে তারা। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।