বান্ধবী কৌশানী তৃণমূল প্রার্থী, বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: tista roychowdhury

Mar 10, 2021 | 5:25 PM

বনির (Bony Sengupta) পাশাপাশি এ দিন বিজেপিতে (BJP) যোগ দেন আরও অনেকে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) হাত ধরে বিজেপিতে যোগ দিলেন একগুচ্ছ নেতা-কর্মী।

বান্ধবী কৌশানী তৃণমূল প্রার্থী, বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি
বিজেপিতে যোগ দিলেন বনি

Follow Us

কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক রাজনৈতিক চমক। এর আগে নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জনের মধ্যেই বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ। এবার আর এক চমক গেরুয়া শিবিরের। কৌশানিকে যখন প্রার্থী করা হয়েছে তৃণমূলে, তখন সেই কৌশানীর বিশেষ বন্ধু অভিনেতা বনি সেনগুপ্ত। বুধবারই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন বনি।

টলিউডে বনি-কৌশানির সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। প্রকাশ্যেও সম্পর্কের কথা স্বীকারও করেন তাঁরা। অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেছে আগেই। ইতিমধ্যে প্রচারেও নেমেছেন তিনি। মহিলা দিবসের দিন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে বক্তব্য দিতে দেখা যায় কৌশানিকে। শুধু তাই নয়, বনির মা পিয়া সেনগুপ্তও তৃণমূলে আছেন। আর সেই বনির হাতে গেরুয়া শিবিরের পতাকা তুলে দিয়ে চমক দিল বিজেপি।

এ দিন যোগ দেন আরও এক অভিনেত্রী রাজশ্রী রাজবংশি। এছাড়া একগুচ্ছ নেতা-নেত্রীও যোগ দেন বিজেপিতে। যোগ দেন রাজ্যের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা। যোগ দেন তেহট্টের প্রবীণ বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। এছাড়া বিজেপির পতাকা তুলে নেন হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্যা নাসরিন খাতুন, দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদ সদস্য প্রবীর দাস, হাওড়া পুরসভের প্রাক্তন পুরপিতা শ্যামল রায় প্রমুখ।

আরও পড়ুন: দিলীপ ঘোষের কেন্দ্র খড়গপুর সদরে বিজেপি প্রার্থী হিরণ

জল্পনা তৈরি হয় দমদমের কাউন্সিলর প্রবীর পালকে নিয়েও। বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। এরপরই প্রবীর পাল বিজেপিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেন। সেই খবর প্রকাশ্যে আসতেই তাঁর বাড়িতে যান ব্রাত্য বসু, সুজিত বসু। এ দিন দলবদলের তালিকায় তাঁর নাম অবশ্য নেই।

Next Article