Celebrity Result 2021 Update: শিবপুরে জয়ী মনোজ তিওয়ারি, রাজারহাট গোপালপুরে জয়ী অদিতি মুন্সী, উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন মল্লিক

যে কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী দিয়েছে, দেখা গিয়েছে সেখানেই প্রতিপক্ষ হিসাবে নিজেদের তারকা ক্যান্ডিডেটকেই (Celebrity Result 2021 Update) ব্যবহার করেছে বিজেপি।

Celebrity Result 2021 Update: শিবপুরে জয়ী মনোজ তিওয়ারি, রাজারহাট গোপালপুরে জয়ী অদিতি মুন্সী, উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন মল্লিক
তারকা প্রার্থীদের লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 5:45 PM

কলকাতা: পোড় খাওয়া রাজনীতিকদের রীতিমতো টক্কর দিয়েছেন তাঁরা। যাকে বলে একেবারে শেয়ানে-শেয়ানে। নির্বাচনী প্রচারে চমক থেকে শুরু করে লড়াইয়ের দিন বুথ চষে বেড়ানো- ওঁরা সবই করেছেন একেবারে দুুঁদে রাজনীতিবিদদের মতনই। প্রার্থী তালিকায় চমক রাখতে এবার যুযুধান শিবির রূপোলি জগতের মুখের ওপরই ভরসা রেখেছে। তৃণমূল-বিজেপি শিবিরে এবার তারকা প্রার্থীর উপস্থিতি লক্ষ্যণীয়। তৃণমূল অবশ্য এই ট্রেন্ড শুরু করেছিল আগেই। তবে এবার এই অভিনেতাকে নেতার বানানোর ট্রেন্ডে সামিল হয়েছে পদ্ম শিবিরও। যে কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী দিয়েছে, দেখা গিয়েছে সেখানেই প্রতিপক্ষ হিসাবে নিজেদের তারকা ক্যান্ডিডেটকেই (Celebrity Result 2021 Update) ব্যবহার করেছে বিজেপি।

এক নজরে দেখে নেওয়া যাক সাম্প্রতিকতম খবর

শিবপুরে জয়ী মনোজ তিওয়ারি

শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ তিওয়ারি জয়ী। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী হয়েছেন তিনি। ১৫ রাউন্ডের শেষে বারাসত বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত ২২,৫০০ ভোটে বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়ের থেকে এগিয়ে। দশম রাউন্ড শেষে চন্দননগরে ১৭৮৩৭ ভোটে এগিয়ে ইন্দ্রনীল সেন। দশম রাউন্ড শেষে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক ৮৯৭০ ভোটে এগিয়ে। কৃষ্ণনগর উত্তর বিধানসভায় পিছিয়ে কৌশানি।

বেলা ১২.৩০ টা পর্যন্ত পাওয়া খবর

উত্তর ২৪ পরগনা ১১৭ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডের শেষে তৃনমূল প্রার্থী অদিতি মুন্সী ৯৪২০ ভোটে এগিয়ে। আসানসোল দক্ষিণে এগিয়ে সায়নী ঘোষ। ঝাড়গাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরবাহা হাঁসদা পঞ্চম রাউন্ডের শেষে ৫২০০ ভোটে এগিয়ে।

বেলা ১২ টা পর্যন্ত পাওয়া খবর পঞ্চম রাউন্ডের শেষে বারাসতে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ১২৪৯১ ভোটে এগিয়ে। কৃষ্ণনগর উত্তরে পিছিয়ে তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়।

সকাল ১১.৪৫মিনিট পর্যন্ত পাওয়া খবর হুগলি চন্ডীতলা সপ্তম রাউন্ড শেষে ১০,৭২০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। পিছিয়ে যশ।  দ্বিতীয় রাউন্ডের শেষে বারাকপুর বিধানসভার তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ২০১৬ ভোটে এগিয়ে। অষ্টম রাউন্ডে শেষে শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ তিওয়ারি। ১৪৭৫৭  ভোটে এগিয়ে। বাঁকুড়ায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল পেয়েছে ৮৭০৬ ও বিজেপি  ৮৬৬১ টি ভোট। শিবপুরে ১৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ক্রিয়েটার মনোজ তিওয়ারি।

সকাল ১১টা পর্যন্ত পাওয়া খবর

আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুরে ৩১০৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। ৫৫৪০ ভোটে এগিয়ে মনোজ তিওয়ারি। ঝাড়গ্রামে ১৭৫৩ ভোটে এগিয়ে তৃণমূলের বীরবালা হাঁসদা। বারাসতে ৭২১ ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত। বালিতে তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী বৈশাল ডালমিয়া। সোনারপুর দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। এগিয়ে ১৪০৮ ভোটে।

সকাল ৯টা পর্যন্ত পাওয়া খবর

বারাকপুরে পিছিয়ে রয়েছেন রাজ চক্রবর্তী। কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী মুকুল রায়। পিছিয়ে তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। সকাল সাড়ে ন’টা পর্যন্ত পাওয়া খবরে চুঁচুড়ায় দেড় হাজার ভোটে পিছিয়ে পড়েছেন  লকেট চট্টোপাধ্যায়। উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন মল্লিক। শিবপুরে এগিয়ে  তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। ২ হাজার ভোটে এগিয়ে।