৮২ কেন্দ্রের তালিকায় ‘সহমত’, ১০ কেন্দ্র নিয়েই আলোচনায় অধীর, মান্নানরা

Mar 09, 2021 | 2:15 PM

West Bengal Election: সূত্রের খবর, উলুবেড়িয়া, বালিগঞ্জ, মগরাহাট পশ্চিম, ক্যানিং পশ্চিম, জয়নগর, মধ্যমগ্রাম, শান্তিপুর, বাগদা মতো কেন্দ্র নিয়ে আলোচনা চলছে।

৮২ কেন্দ্রের তালিকায় সহমত, ১০ কেন্দ্র নিয়েই আলোচনায় অধীর, মান্নানরা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: সোমবারের পরে মঙ্গলবারও বৈঠকে কংগ্রেসের (Congress) স্ক্রিনিং কমিটি। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার প্রার্থী নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, ২০১৬ সালে জয়ী সমস্ত বিধায়কদের টিকিট দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বাদ পড়তে পারেন দু’ একজন।

ইতিধ্যেই প্রথম দু’দফার ভোটের জন্য ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। পাথরপ্রতিমায় কংগ্রেস প্রার্থী সুখদেব বেরা। কাকদ্বীপে লড়বেন ইন্দ্রনীল রাউত। ময়নায় কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিক, এগরায় কংগ্রেস প্রার্থী মানসকুমার কর মহাপাত্র, খড়গপুর সদরে কংগ্রেস প্রার্থী সমীর রায়, সবংয়ে কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক, বলরামপুরে কংগ্রেস প্রার্থী করা হয়েছে উত্তম বন্দ্যোপাধ্যায়কে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাঘমুণ্ডিতে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় কংগ্রেস প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরে কংগ্রেস প্রার্থী দেবু চট্টোপাধ্যায়, কোতুলপুরে কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা।

আরও পড়ুন: West Bengal Election 2021 LIVE: আজ ‘ব্যাটল গ্রাউন্ড’ নন্দীগ্রামে মমতা, মনোনয়ন জমা দিতে পারেন আগামিকালই

সোমবারও স্ক্রিনিং কমিটির বৈঠক হয়। সেখানে ছিলেন জেপি আগরওয়াল, অধীর চৌধুরী, জিতিন প্রসাদ, আব্দুল মান্নানরা। সোম-মঙ্গলবারের বৈঠকে মূলত, দফাওয়াড়ি প্রার্থী তালিকা নিয়ে কথা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেস যে ৯২টি আসনে লড়বে তার মধ্যে ৮২টিরই তালিকা তৈরি। ১০টি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে উলুবেড়িয়া, বালিগঞ্জ, মগরাহাট পশ্চিম, ক্যানিং পশ্চিম, জয়নগর, মধ্যমগ্রাম, শান্তিপুর, বাগদা মতো কেন্দ্র।

কংগ্রেস নেতৃত্বের দাবি, তাঁরা ৯২টি আসনেই লড়বে। স্থির হয়েছে, যাঁরা ২০১৬ সালে কংগ্রেসের প্রতীকে লড়েছেন এবং জিতেছেন তাঁরা প্রত্যেকেই টিকিট পাবেন। দু’ একজনের ক্ষেত্রে তা ব্যতীক্রম হবে। যেমন জলপাইগুড়ির সুখবিলাস বর্মা, তিনি নিজেই এবার ভোটে দাঁড়াতে চাইছেন না।

Next Article