কর্মিসভায় গিয়ে আর ফেরেননি, উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) উদ্ধার তৃণমূল কর্মীর দেহ। হুগলিতে (Hooghly) শুরু রাজনৈতিক জল্পনা।

কর্মিসভায় গিয়ে আর ফেরেননি, উদ্ধার তৃণমূল কর্মীর দেহ
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2021 | 5:39 PM

হুগলি: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) রাস্তার ধার থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ। খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য হুগলির (Hooghly) মগড়ায়। মৃতের নাম শেখ মাসুদ (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মগরার চাকুলি গ্রামের বাসিন্দা শেখ মাসুদ মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হন। মগরা থানার পিছনে একটি লজে দলের কর্মীসভায় যোগ দিতে যাবেন বলে পরিবারকে জানিয়েছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

বাড়ির লোক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। বুধবার সকালে বলাগড় থানার সাধু বাঙালি মাঠে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় থানায়। বলাগড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, মাসুদকে খুন করা হয়েছে।

আরও পড়ুন: অস্বাভাবিক শব্দটা কানে এসেছিল, বিছানায় তখনও শুয়ে জা, দেওরকে দেখে চমকে গেলেন বিধবা বৌদি!

নির্দিষ্ট কারোর নামে অভিযোগ না হলেও রাজনৈতিক কারণে এই খুন বলে অভিযোগ। এ দিন দেহের পাশ থেকে মোটরসাইকেল উদ্ধার হয়। একটি সাত ফুট উঁচু বাঁশের মাচার তলায় পড়ে ছিল যুবকের দেহ। চোখের তলায় হালকা কাটা দাগ ছাড়া শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।