West Bengal Election 2021 Phase 7: তারাতলায় ফিরহাদ হাকিমকে ঘিরে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান

সকাল থেকেই একাধিক অভিযোগ তুলেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি।

West Bengal Election 2021 Phase 7: তারাতলায় ফিরহাদ হাকিমকে ঘিরে উঠল 'জয় শ্রীরাম' স্লোগান
সপরিবারে ভোট দিলেন ফিরহাদ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2021 | 3:36 PM

কলকাতা: সপ্তম দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। রয়েছেন রাজ্যের চার মন্ত্রী। তাঁদের মধ্যে অন্যতম ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা বন্দর (Kolkata port) কেন্দ্রের প্রার্থী তিনি। এ দিন সকাল থেকেই একাধিক অভিযোগ তুলতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার তাঁকে ঘিরে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। বিজেপির ক্যাম্প থেকে তাঁকে উদ্দেশ্য করে সেই স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

এ দিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন তিনি। বুথ পরিদর্শনের সময় যান তারাতলাতেও। সেখানেই পাশাপাশি দুটি ক্যাম্প ছিল, একটি তৃণমূলের ও একটি বিজেপির। সংশ্লিষ্ট তৃণমূলের ক্যাম্পে মিনিট দশেক ছিলেন তিনি। আর সেখানেই ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান। অভিযোগ, তাঁকে দেখেই এই স্লোগান দেয় গেরুয়া শিবিরের সদস্যরা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে। নেতাজি জন্মজয়ন্তীর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিকে, এদিন সপরিবারে গিয়ে ভোট দেন ফিরহাদ। তার আগে সকাল থেকেই তাঁর কেন্দ্রে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। পুলিশের ভূমিকতেও সন্তুষ্ট নন তিনি। অহেতুক মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ফিরহাদ। এছাড়া, ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তারের বিরুদ্ধে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগও জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ‘কেউ ভোটারদের হাতের স্লিপ ছিঁড়ে দিচ্ছে, কেউ একটা ছেলেকে থাপ্পড় মারছে। এগুলোর কোনও দরকার ছিল না।’ পুলিশকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, গার্ডেনরিচের প্রত্যেকটা গলিতে পুলিশ থাকা দরকার ছিল। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের পৌঁছতে দেরি হচ্ছে।

আরও পড়ুন: কারও মুখে মাস্ক নেই! মঞ্চেই উঠলেন না মিঠুন চক্রবর্তী

সব অভিযোগ উড়িয়ে দেন কংগ্রেস প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেছেন তিনি। ফিরহাদ হাকিমকে হেভিওয়েট বলে মানতে রাজি নন তিনি। তাঁর দাবি, মানুষ ভোট দিলে তবেই হেভিওয়েট হওয়া যায়।