মমতার সমর্থনে আগামিকাল বঙ্গে সভার হ্যাটট্রিক করবেন হেমন্ত

ঋদ্ধীশ দত্ত |

Mar 23, 2021 | 11:59 PM

পরপর তিনটি সভা করবেন হেমন্ত সোরেন (Hemant Soren)। কৌশলীভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কাজে লাগাতে আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলিতেই তাঁর সভাস্থল বেছে নেওয়া হয়েছে।

মমতার সমর্থনে আগামিকাল বঙ্গে সভার হ্যাটট্রিক করবেন হেমন্ত
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে এ বার রাজ্যে সভা করতে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। তৃণমূল সূত্রে খবর, আগামী ২৪ মার্চ রাজ্যে তিনি হ্যাটট্রিক সভা করবেন রাজ্যে। পরপর তিনটি সভা করবেন সোরেন। কৌশলীভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কাজে লাগাতে আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলিতেই তাঁর সভাস্থল বেছে নেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, আগামিকাল প্রথমে পুরুলিয়ার মানবাজারে সভা করবেন সোরেন। সকাল সাড়ে ১১ টায় রয়েছে প্রথম সভা। এরপর দ্বিতীয় সভাটি রয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। দুপুর একটা থেকে সভা রয়েছে সেখানে। তৃতীয় সভাটি বাঁকুড়ার তালডাঙরায় করবেন হেমন্ত সোরেন। সভা শুরু হবে সাড়ে তিনটের থেকে।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের। আর এ রাজ্যে বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও লড়ছে সংযুক্ত মোর্চা। সেই জায়গায় দাঁড়িয়ে মমতার হয়ে হেমন্তের প্রচারে আসা রাজনৈতিকভাবে অর্থবহ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন: ভিডিয়ো: সপাটে চড় কষালেন নেতাকে, প্রচারে রণংদেহী মানস

এই প্রসঙ্গেই মনে করিয়ে দেওয়া প্রয়োজন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আসতে চেয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ও আরজেডি প্রধান তেজস্বী যাদবও। কিন্তু, এই দুই দলের সঙ্গেই যেহেতু দুই রাজ্যে কংগ্রেস ও বামেদের জোট রয়েছে, সে কারণে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।

আরও পড়ুন: পেলেন না টিকিট, গেরুয়া মঞ্চে এ বার কোন ভূমিকায় দেখা যাবে মিঠুনকে?

Next Article