Nandigram Assembly Election Result 2021 Live: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কড়া লড়াই, LIVE UPDATE

Nandigram Assembly Election Result 2021 Live Update in Bengali: তৃণমূলের শক্ত ঘাটিতে ফুটবে কি পদ্ম?

Nandigram Assembly Election Result 2021 Live: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কড়া লড়াই, LIVE UPDATE
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

May 02, 2021 | 8:02 PM

পশ্চিমবঙ্গের (West Bengal) নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র (Nandigram Assembly Seat) রাজ্যের পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার অন্তর্গত। নন্দীগ্রাম এবারের নির্বাচনে হাই প্রোফাইল কেন্দ্রগুলোর একটা। পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) নন্দীগ্রামে মূলত ৮ প্রার্থীর লড়াই। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ভারতীয় জনতা পার্টির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সিপিআইএমের (CPIM) মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সহ আরও ৫ প্রার্থী রয়েছেন লড়াইয়ে। পশ্চিমবঙ্গে এ বার আট দফায় বিধানসভা ভোট হল। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নেতৃত্বে লড়াই করা বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক নির্ভর করছে এই নির্বাচনের উপর।

এক নজরে দেখে নেওয়া যাক নন্দীগ্রামের আপডেট:

বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯ হাজার ৬৭৩।

তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭ হাজার ৯৩৭।

সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৬ হাজার ১৯৮।

বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ১ হাজার ৭৩৬।

পোস্টাল ব্যালট মিলিয়ে নন্দীগ্রাম থেকে ১৯৫৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

গণনা এখনও চলছে। সূত্রের খবর ১২০০ ভোটে নন্দীগ্রামে জয়ী তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৭তম রাউন্ড শুরু হল

শেষ পাওয়া খবর ৬ ভোটে শুভেন্দু অধিকারী এগিয়ে।

১৬ রাউন্ডের শেষে

৮২০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

১৫ রাউন্ডের শেষে

৪০৯৯ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

চতুর্দশ রাউন্ডের শেষে

৩১৩২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

ত্রয়োদশ রাউন্ডের শেষে

১৪৫৩ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বাদশ রাউন্ডের শেষে

৪৩৯২ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী।

একাদশ রাউন্ডের শেষে

১১০১০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী

দশম রাউন্ডের শেষে

১০,৩৭৯ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী

নবম রাউন্ডের শেষে

৯৮৬২ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী

ষষ্ঠ রাউন্ডে কিছুটা বাড়ল ব্যবধান

ষষ্ঠ রাউন্ডের শেষে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৭২৬২ ভোটে এগিয়ে।

এগিয়ে থাকলেও কমছে ব্যবধান

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এগিয়ে থাকার ব্যবধান কমতে শুরু করেছে। পঞ্চম রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারী ৩১১০ ভোটে এগিয়ে।

শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ৭২৮৭

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৫৭৯০

তৃতীয় রাউন্ডের শেষে সার্বিক ফল

শুভেন্দুর মোট প্রাপ্ত ভোট – ৭৪৯৮, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট  ৪২১৯

শুভেন্দু এগিয়ে ৩২৭৯ ভোটে

শুভেন্দু মোট এগিয়ে (১৪৯৭ +৩৪৬০ +৩২৭৮) = ৮১৩৫ ভোটে এগিয়ে শুভেন্দু ।

তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে শুভেন্দু

তৃতীয় রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারী এগিয়ে ৮২০৬ ভোটে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “এটাও হওয়ার ছিল। কোথাও কোথাও শুভেন্দু পিছিয়ে যেতে পারেন। তবে সার্বিক ভাবে ফল এটাই থাকবে। ”

তৃতীয় রাউন্ডে কমল ভোটের ফারাক

তৃতীয় রাউন্ডে ১৮০০ ভোটে এগিয়ে শুভেন্দু। এগিয়ে রয়েছেন বটে, তবে কমল ব্যবধান। দ্বিতীয় রাউন্ডে ভোটের ফারাক ছিল প্রায় চার হাজারের কাছাকাছি।

দ্বিতীয় রাউন্ডে এগিয়ে শুভেন্দু

দ্বিতীয় রাউন্ড গণনার শেষে প্রায় চার হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। এখনও বাকি ১৬ রাউন্ড গণনা। তাতে কে এগোন, দেখা যাক।

প্রথম রাউন্ডে এগিয়ে শুভেন্দু

প্রথম রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারী ১৪৯৭ ভোটে এগিয়ে। বুথ ফেরত সমীক্ষায় কাঁটায় কাঁটায় টক্করের আভাস মিলেছিল। তারই প্রভাব দেখা গিল এ দিন। সকালে ব্যালটে এগিয়ে ছিলেন শুভেন্দু। তারপর এগিয়ে যান নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে যান শুভেন্দু। দুই মহারথীর থেকে অনেকটা ব্যবধানে মিনাক্ষী।

২০১৬ সালের নির্বাচনের ফলাফল

নন্দীগ্রাম এবারের বিধানসভা নির্বাচনের হাই প্রোফাইল কেন্দ্রগুলোর একটা। সারা দেশের নজর রয়েছে এই দিকে। নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গত দু’বারের নির্বাচনে এখান জয়ী হয়েছে তৃণমূলই। ২০১৬ সালে শুভেন্দু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার আব্দুল কবীর শেখকে ৮১২৩০ ভোটে হারিয়েছিলেন। শুভেন্দু সব মিলিয়ে ১৩৪৬২৩ ভোট পেয়েছিলেন। আব্দুল কবীর শেখ পেয়েছিলেন ৫৩৩৯৩ ভোট। বিজেপি ছিল তিন নম্বরে। তাদের প্রার্থী ১০ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।

মোট ভোটের হিসেব

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মোট ভোটের সংখ্যা ছিল ২৩১৮৬৬। যার মধ্যে ২০১৬৫৯ ভোট পড়েছিল। ২৭১ বুথে সব মিলিয়ে ৮৭ শতাংশ ভোট পড়েছিল।

১৯৬৭ সালে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছিল নন্দীগ্রামে। ওই ভোটে জয়ী হয়েছিলেন সিপিআই প্রার্থী। পরের দিকে সিপিআইয়েরই প্রাধান্য ছিল বেশি। ২০১১ সালে প্রথমবার নন্দীগ্রামে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

আগের নির্বাচনের ফলাফল

বিদায়ী বিধায়ক : শুভেন্দু অধিকারী
প্রাপ্ত ভোট : ১৩৪৬২৩
মোট ভোটার : ২৩১৮৬৬
ভোট শতাংশ : ৮৬.৯৭%
মোট প্রার্থী : ৫