
পশ্চিমবঙ্গের (West Bengal) পটাশপুর বিধানসভা কেন্দ্র (Patashpur Assembly Seat) রাজ্যের পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার অন্তর্গত। পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) পটাশপুরে ৪ প্রার্থীর লড়াই। পটাশপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টির (TMC) উত্তম বারিক (Uttam Barik), ভারতীয় জনতা পার্টির (BJP) অম্বুজাক্ষা মহান্তি (Ambujaksha Mahanti), ভারতীয় কমিউনিস্ট পার্টির (CPI) সৈকত গিরি (Saikat Giri) সহ আরও এক প্রার্থী রয়েছেন লড়াইয়ে। পশ্চিমবঙ্গে এ বার আট দফায় বিধানসভা ভোট হল। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নেতৃত্বে লড়াই করা বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক নির্ভর করছে এই নির্বাচনের উপর।
এক নজরে দেখে নেওয়া যাক পটাশপুরের আপডেট
১২০০০ ভোটে পটাশপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জয়ী হলেন।
পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী উত্তম বারিক ৭৯০০ ভোটে এগিয়ে।
২০১৬ সালের নির্বাচনের ফলাফল
পটাশপুর বিধানসভা কেন্দ্র গত দু’বারের নির্বাচনে এখান জয়ী হয়েছে তৃণমূলই। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস পার্টির জ্যোতির্ময় কর পটাশপুর থেকে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির (CPI) মাখনলাল নায়েককে ২৯৮৮৮ ভোটে হারিয়েছিলেন। জ্যোতির্ময় কর ১০৩৫৬৭ ভোট পেয়েছিলেন। আর মাখনলাল নায়েক পেয়েছিলেন ৭৩৬৭৮ ভোট পেয়েছিলেন। বিজেপি ছিল তিন নম্বরে। তাদের প্রার্থী ১০১৯৩ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।
মোট ভোটের হিসেব
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পটাশপুরে মোট ভোটের সংখ্যা ছিল ২১৪২৩৪। যার মধ্যে ১৯০০৯৩ ভোট পড়েছিল। ২৪৫ বুথে সব মিলিয়ে ৮৮ শতাংশ ভোট পড়েছিল।
১৯৫২ সালে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছিল পটাশপুরে। ওই ভোটে জয়ী হয়েছিলেন বিজেএস প্রার্থী। পরের দিকে সিপিআই আর কংগ্রেসেরই প্রাধান্য ছিল বেশি। সিপিআই টানা ছ’বার নির্বাচনে জয়ী হয়েছিল পটাশপুরে। ২০১১ সালে প্রথমবার পটাশপুরে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।
আগের নির্বাচনের ফলাফল
বিদায়ী বিধায়ক : জ্যোতির্ময় কর
প্রাপ্ত ভোট : ১০৩৫৬৭
মোট ভোটার : ২১৪২৩৪
ভোট শতাংশ : ৮৮.৭৩%
মোট প্রার্থী : ৫