Pingla Assembly Election Result 2021 Live: তৃণমূল কি পিংলা বিধানসভা আসনে তার দুর্গ ধরে রাখতে পারবে, লাইভ আপডেট

Pingla Assembly Election Result 2021 Live Update in Bengali: রাজনৈতিক পন্ডিতদের মতে এই আসনটিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে টানটান লড়াই হবে।

Pingla Assembly Election Result 2021 Live: তৃণমূল কি পিংলা বিধানসভা আসনে তার দুর্গ ধরে রাখতে পারবে, লাইভ আপডেট
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

| Edited By: Sohini chakrabarty

May 02, 2021 | 11:26 PM

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উন্মাদনা এখন চুড়ান্ত পর্যায়ে, প্রতিটি বিধানসভা আসনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে টানটান লড়াই। পিংলা (Pingla) বিধানসভা আসনেও এই দুই দলের লড়াই। ৪ জন প্রার্থী পিংলা বিধানসভা কেন্দ্রে ভাগ্য পরীক্ষায় নেমেছেন। সমীর রায় কংগ্রেসের (INC)টিকিট পেয়েছেন, তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী অজিত মাইতি। ভারতীয় জনতা পার্টি (BJP) ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পিংলা বিধানসভা কেন্দ্রে অন্তরা ভট্টাচার্যকে প্রার্থী করেছে। রাজনৈতিক পন্ডিতদের মতে এই আসনটিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে টানটান লড়াই হবে।

এক নজরে দেখে নেওয়া যাক পিংলা বিধানসভার আপডেট:

এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাইতি। ৬৬৫৬ ভোটে জয়ী হয়েছেন তিনি। মোট প্রাপ্ত ভোট ১,১২,৪৩৫।

পিংলা বিধানসভা আসনটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অংশ। বর্তমানে এই বিধানসভা আসন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের দখলে। ২০১৬ সালের নির্বাচনে তৃণমূলের টিকিটে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সৌমেন কুমার মহাপাত্র। তিনি DSP(P) প্রবোধচন্দ্র সিনহাকে ২৪২১৮ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। সৌমেন কুমার মহাপাত্র এখানে মোট ১০৪৪১৬ ভোট পেয়েছিলেন। প্রবোধ চন্দ্র সিনহার অ্যাকাউন্টে ছিল ৮০১৯৮ ভোট। বিজেপি এখানে ছিল তিন নম্বরে, তাদের প্রার্থী পেয়েছিলেন প্রায় ১৬ হাজার ভোট।

মোট ভোটার সংখ্যা

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভা নির্বাচন ভোটার তালিকা অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ২২৯৬৬৬ জন। গতবার এই কেন্দ্রে ২০৭৬০৩৪ ভোটার নিজেদের ভোটাধীকার প্রয়োগ করেছিলেন। তৈরি হয়েছিল ২৭৯টি বুথ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মোট ৯০ শতাংশ ভোট পড়েছিল।

১৯৫২ সালে পিংলা বিধানসভা আসনে প্রথমবার ভোট গ্রহণ হয়। জিতেছিলেন বিজেএস প্রার্থী। পরবর্তী নির্বাচন গুলিতে কংগ্রেস, সিপিএম এবং সিপিআইও এই আসনে আধিপত্য বিস্তার করেছিল। তৃণমূল এখানে প্রথমবার জেতে ২০১৬ সালের নির্বাচনে।

গত নির্বাচনের পরিসংখ্যান

সিট: পিংলা বিধানসভা
বর্তমান বিধায়ক : সৌমেন কুমার মহাপাত্র (তৃণমূল কংগ্রেস)
মোট প্রাপ্ত ভোট : ১০৪৪১৬
মোট ভোটার : ২২৯৬৬৬
ভোট শতাংশ : ৯০.৩৯ শতাংশ