Ramnagar Assembly Election Result 2021 Live: তৃণমূলের সঙ্গে বিজেপির কড়া টক্কর এই কেন্দ্রে, লাইভ আপডেট

Ramnagar Assembly Election Result 2021 Live Update in Bengali: রামনগরে গত ১০ বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরই রাজত্ব।

Ramnagar Assembly Election Result 2021 Live: তৃণমূলের সঙ্গে বিজেপির কড়া টক্কর এই কেন্দ্রে, লাইভ আপডেট
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

| Edited By: Sohini chakrabarty

May 02, 2021 | 5:47 PM

পশ্চিমবঙ্গের (West Bengal) রামনগরে বিধানসভা কেন্দ্র (Ramnagar Assembly Seat) রাজ্যের পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার অন্তর্গত। পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) রামনগর সিটে ৫ প্রার্থীর লড়াই। তৃণমূল কংগ্রেস পার্টির (TMC) অখিল গিরি (Akhil Giri), ভারতীয় জনতা পার্টির (BJP) স্বদেশরঞ্জন নায়েক (Swadesh Ranjan Nayak) সহ আরও তিন প্রার্থী রয়েছেন লড়াইয়ে। পশ্চিমবঙ্গে এ বার আট দফায় বিধানসভা ভোট হল। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নেতৃত্বে লড়াই করা বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক নির্ভর করছে এই নির্বাচনের উপর।

এক নজরে দেখে নেওয়া যাক রামনগর বিধানসভা কেন্দ্রর আপডেট:

১২ হাজারের থেকে সামান্য বেশি ভোটে এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন অখিল গিরি।

সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরির প্রাপ্ত ভোট ৪৬,৬৫৯।

২০১৬ সালের নির্বাচনের ফলাফল

রামনগরে গত ১০ বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরই রাজত্ব। ২০১৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পার্টির অখিল গিরি টানা তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মার্কসবাদী) তাপস সিনহাতে ২৮২৫৩ ভোটে হারিয়েছিলেন। অখিল গিরি সব মিলিয়ে ১০৭০৮১ ভোট পেয়েছিলেন। আর তাপস পেয়েছিলেন ৭৮৮৮২ ভোট। বিজেপি ছিল তিন নম্বরে। তাদের প্রার্থী ১২ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।

মোট ভোটের হিসেব

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রামনগরে মোট ভোটারের সংখ্যা ছিল ২৪০২৪৪। যার মধ্যে ২০২০৯৫ ভোট পড়েছিল। ২৮০ বুথে সব মিলিয়ে ৮৪ শতাংশ ভোট পড়েছিল।

১৯৫২ সালে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছিল রামনগরে। ওই ভোটে জয়ী হয়েছিল কংগ্রেসের প্রার্থী। পরের নির্বাচনগুলোয় কংগ্রেস আর সিপিএমের প্রাধান্যই ছিল বেশি। ২০০১ সালে প্রথমবার রামনগরে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। অখিল গিরি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রামনগর থেকে।

আগের নির্বাচনের ফলাফল

বিদায়ী বিধায়ক : অখিল গিরি
প্রাপ্ত ভোট : ১০৭০৮১
মোট ভোটার : ২৪০২৪৪
ভোট শতাংশ : ৮৪.১২%
মোট প্রার্থী : ৬