শুভেন্দুর রোড শো-তে যোগ দেওয়ার পরই হামলার অভিযোগ, মাথা ফাটল চার বিজেপি কর্মীর

Mar 29, 2021 | 6:23 PM

গভীর রাতে হামলা হয়েছে বলে দাবি বিজেপির (BJP)। অভিযোগ স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের বিরুদ্ধে।

শুভেন্দুর রোড শো-তে যোগ দেওয়ার পরই হামলার অভিযোগ, মাথা ফাটল চার বিজেপি কর্মীর
আক্রান্ত বিজেপি কর্মীরা

Follow Us

পাথরপ্রতিমা: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা। রাজ্যের একাধিক জায়গা থেকেই আসছে সংঘর্ষের খবর। এবার আক্রান্ত দুই দলই। মাথা ফাটল তিন বিজেপি (BJP) কর্মীর, আহত হয়েছেন তৃণমূল (TMC) কর্মীর।

গভীর রাতে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাথরপ্রতিমার জিপ্লটে। রবিবার গভীর রাতে স্থানীয় ইন্দ্রপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হন উভয় পক্ষের ১৫ জন কর্মী ও সমর্থক। আহতদের ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।

বিজেপির মোট ১২ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে চার বিজেপি কর্মীর মাথা ফেটেছে। অন্যদিকে ৩ জন তৃণমূল কর্মীও জখম হয়েছেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির অভিযোগ, রবিবার দুপুরে পাথরপ্রতিমার রামগঙ্গায় শুভেন্দু অধিকারীর রোড শো’তে যোগ দেন ওই বিজেপি কর্মীরা। আর সেইজন্যই রাতের অন্ধকারে বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে দাবি গেরুয়া শিবিরের। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এদিন দুপুর থেকে আহতদের সঙ্গে নিয়ে গোবর্ধনপুর উপকূল থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি।

তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বিক্ষিপ্ত ঘটনা বলে দাবি করা হয়েছে। তৃণমূল নেতা রেজ্জাক মোল্লা বলেন, ‘এটি একটি বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’

আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এদিকে সোমবার সকালেই নিমতিতায় মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর মায়ের। মাস খানেক আগে তিনি তৃণমূল কর্মীদের মারধরের শিকার হয়েছিলেন বলে অভিযোগ।

 

Next Article