সারপ্রাইজ়ে ভর্তি তৃণমূলের ইস্তেহার, মমতার আগামী ৫ বছরের পরিকল্পনা জানুন এক ক্লিকে
বুধবার ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC Manifesto)। তবে তার আগেই সূত্র মারফৎ উঠে এসেছে কী কী থাকতে পারে শাসকদলের এ বারের ইস্তেহারে।
কলকাতা: কথা ছিল গত রবিবার হওয়ার। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছিল তৃণমূলের (TMC) ইস্তেহার ঘোষণার নির্ঘণ্ট। আগামিকাল, অর্থাৎ বুধবার সেই ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC Manifesto)। তবে তার আগেই সূত্র মারফৎ উঠে এসেছে কী কী থাকতে পারে শাসকদলের এ বারের ইস্তেহারে। প্রতিশ্রুতির তালিকার দিকে তাকালেই বোঝা যাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে রীতিমতো সারপ্রাইজ় ভরে দিয়েছেন।
তৃতীয়বার ক্ষমতায় এলে রাজ্যর ১.৫ কোটি বাড়ির দুয়ারে রেশন ডেলিভারি করার পরিকল্পনা যে রাজ্য সরকার নিয়েছে তা আগেই জানিয়েছিল TV9 বাংলা। এ বার আরও একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানা গেল যা বুধবারের ইস্তেহারে প্রতিফলিত হতে পারে।
বিগত কয়েক বছর ধরে রাজ্যে ভারী শিল্পের অভাব রাজ্য সরকারের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে থেকেছে। তাই শিল্পে বিরাট অঙ্কের বিনিয়োগ অবশ্যই একটি বড় প্রতিশ্রুতি হিসেবে থাকছে ইস্তেহারে। এ বাদে বিপুল চাকরির সুযোগ তৈরির পাশাপাশি রাজ্যের জিডিপি বৃদ্ধিও অন্যতম লক্ষ্য হিসেবে থাকছে শাসকদলের।
পাশাপাশি রাজ্যের দারিদ্রসীমার নীচে থাকা মানুষের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা ও বেকারত্ব অর্ধেকে নিয়ে আসা ইস্তেহারে বড় চ্যালেঞ্জ হয়ে ধরা দেবে শাসকদলের জন্য। সঙ্গে থাকছে পাঁচ লক্ষ মানুষকে চাকরি-সহ প্রতি পরিবারে ন্যূনতম মাসিক আয় নিশ্চিত করার প্রতিশ্রুতি। এখানেই শেষ নয়। থাকছে রাজ্যের ১.৬ কোটি পরিবারের যোগ্য মহিলাকে ৫০০ টাকা ও যুবকদের স্বাবলম্বী করতে নতুন স্টুডেন্ট ক্রেডিট লিমিটে ৪% সুদের হারে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। ৫ টাকায় মা কিচেনে খাবারের জন্য বরাদ্দ হবে ৭৫ কোটি টাকা।
আরও পড়ুন: নবান্নে ‘না’, ক্ষমতায় এলে মহাকরণে সচিবালয় ফেরাবে বিজেপি
এ ছাড়াও কৃষিক্ষেত্রে ৬৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বার্ষিক ১০ হাজার টাকা কৃষক পিছু সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি থাকছে। সঙ্গে বার্ষিক ১০ লক্ষ নতুন ক্ষুদ্র শিল্প, ২৩ টি জেলা সদরে মেডিকেল কলেজ, বাংলার বাড়ি প্রকল্পে স্বল্প মূল্যে আরও ৫ লক্ষ আবাসন, ৪৭ লক্ষ পরিবারকে নল যুক্ত জল দেওয়ার প্রতিশ্রুতি ইস্তেহারে দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: মমতার হয়ে প্রচারে শরদ-তেজস্বী! বেঁকে বসল প্রদেশ কংগ্রেস