মালদায় বিশ বাঁও জলে জোট, একাই লড়ার হুমকি বামফ্রন্টের দুই শরিক দলের

যে জট এতদিন সংযুক্ত মোর্চার আসন বিন্যাস নিয়ে চলছিল, তা এখন বামফ্রন্টের শরিকদলগুলির মধ্যেও দেখা দিয়েছে।

মালদায় বিশ বাঁও জলে জোট, একাই লড়ার হুমকি বামফ্রন্টের দুই শরিক দলের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 5:33 PM

মালদা: জোটের ভবিষ্যৎ বিশ বাঁও জলে ডুবে গেল মালদায় (Malda)। এ বার সরাসরি বিদ্রোহে নামার সিদ্ধান্ত নিল বামফ্রন্টের (Left Front) দুই শরিক দল। সূত্রের খবর, মালদার ফরোয়ার্ড ব্লকের (Forward Block) জেলা সম্পাদক রাজ্য নেতৃত্বকে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। ইস্তফা দিয়েছেন আরএসপি (RSP) জেলা সম্পাদকও। ফরোয়ার্ড ব্লকের দাবি, মালদায় তাদের কমপক্ষে তিনটি আসন ছাড়তেই হবে বামফ্রন্ট নেতৃত্বকে। যদি এমনটা না হয় সেক্ষেত্রে মালদায় বামফ্রন্ট জোট ভেঙে তারা একাই লড়বে বলে হুঁশিয়ারিও দিয়েছে।

সূত্রের খবর, আগামিকাল ফরোয়ার্ড ব্লকের একটি বৈঠক রয়েছে। এ ছাড়াও  তারা লাগাতার আব্বাস সিদ্দিকির সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। ফলে যে জট এতদিন সংযুক্ত মোর্চার আসন বিন্যাস নিয়ে চলছিল, তা এখন বামফ্রন্টের শরিকদলগুলির মধ্যেও দেখা দিয়েছে।

মালদার ১২ টি আসনের মধ্যে মাত্র ৩ টি আসন বামেদের ছেড়েছে কংগ্রেস। সেই তিন আসনেই আবার প্রার্থী দিচ্ছে সিপিএম। এই অবস্থায় বেজায় চটেছে বাম শরিকদল ফরোয়ার্ড ব্লক। বিষয়টিকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক হয়েছে বামেদের দুই শরিক আরএসপি এবং ফরোয়ার্ড ব্লকের। তার পরই পদত্যাদ পত্র পাঠান ফরোয়ার্ড ব্লক জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র। আরএসপি-র জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডেও পদত্যাগ করেছেন। ফলে, গোটা জোট প্রক্রিয়াই কার্যত বিশ বাঁও জলে।

আরও পড়ুন: মমতার ওপর ‘হামলার’ পিছনে শুভেন্দুর উস্কানি? কমিশনে বিস্ফোরক তৃণমূল

কেননা ফরোয়ার্ড ব্লক সাফ জানিয়েছে, মালদায় তাদের ৩ টি আসন ছাড়তেই হবে। সেই ৩ টি আসন হল হরিশচন্দ্রপুর, মানিকচক এবং গাজোল। যদি আসন না ছাড়া হয়, সেক্ষেত্রে তারা মালদার ১২ টি আসনেই প্রার্থী দিতে পারে। আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয়, এই জট নিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গেও আলোচনা করেছে বামেদের দুই শরিকদল। আইএসএফ সূত্রে খবর, তারা ফরোয়ার্ড ব্লক এবং আরএসপি-র পাশেই থাকবে বলে জানিয়েছে।

আরও পড়ুন:  যোগ্য প্রার্থীই নেই, ৩০ আসনের দাবি থেকে সরছেন আব্বাস