মমতার ওপর ‘হামলার’ পিছনে শুভেন্দুর উস্কানি? কমিশনে বিস্ফোরক তৃণমূল
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর 'হামলা'র ঘটনায় (Mamata Banerjee Injured In Nandigram) সরাসরি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করল তৃণমূল কংগ্রেস (TMC)।
মেদিনীপুর: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘হামলা’র ঘটনায় (Mamata Banerjee Injured In Nandigram) সরাসরি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের (Vivek Dudey) কাছেই নালিশ জানাল তৃণমূলের প্রতিনিধি দল।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার পরই মেদিনীপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যের দুই বিশেষ পর্যবেক্ষক। শুক্রবার সকালে হেলিকপ্টারে করে পশ্চিম মেদিনীপুরে আসেন নায়েক এবং দুবে। সেখানকার জেলাশাসকের দফতরে প্রথম দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের রাজনৈতিক দলের প্রতিনিধি দলগুলির সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় দফায় বৈঠক তিন জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে।
এদিন বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে শুভেন্দু অধিকারীর নামেই অভিযোগ জানালেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল সাধারণ সম্পাদক সোমনাথ বেরা। তাঁর বক্তব্য, “শুভেন্দু যে ভাবে উস্কানি মূলক মন্তব্য করছেন তার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। মুখ্যমন্ত্রীর উপর যে ঘটনা ঘটেছে তার তদন্তের দাবি জানিয়েছি।”
মুখ্যমন্ত্রী প্রথমেই এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। যদিও একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করছেন, লোহার খুঁটিতে মুখ্যমন্ত্রীর কনভয়ের দরজা ধাক্কা লাগে, তাতেই আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও তাতে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যদি খুঁটিতে ধাক্কা লাগে, তাহলে গাড়ির দরজার রং চটলো না কেন? কেনই বা কোনও চিহ্ন তৈরি হল না? মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ৪-৫ জন মিলে ইচ্ছে করে তাঁকে ধাক্কা মেরেছে। গোটা ঘটনার তদন্ত দাবি করছে দু’পক্ষই। এ দিন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দুই বিশেষ পর্যবেক্ষকেরই।
আরও পড়ুন: Suvendu Adhikari In Nandigram: নন্দীগ্রামে ভোটার হলেন শুভেন্দু
এ দিকে, বিশেষ পর্যবেক্ষকদের কাছে বেশ কয়েকটি অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ জানিয়েছে বিজেপি প্রতিনিধি দল।