ভোটের আগেই বাড়ি থেকে উদ্ধার অস্ত্র-বোমা! গ্রেফতার বিজেপি নেতা

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) চাঞ্চল্যকর ঘটনা বসিরহাটে (Basirhat)।

ভোটের আগেই বাড়ি থেকে উদ্ধার অস্ত্র-বোমা! গ্রেফতার বিজেপি নেতা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 13, 2021 | 12:52 PM

উত্তর ২৪ পরগনা: বিজেপি (Bengal BJP) নেতার বাড়ি থেকে উদ্ধার বন্দুক, গুলি, তাজা বোমা। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) চাঞ্চল্যকর ঘটনা বসিরহাটের (Basirhat) হাড়োয়ার গোপালপুর ১ নম্বর পঞ্চায়েতের মুন্সির ঘেরি এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে মুন্সির ঘেরি এলাকায় বিজেপি নেতা হিমাংশু সর্দারের বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের কাছে খবর ছিল, ওই নেতার বাড়িতে অস্ত্র মজুত করা হয়েছে। হাতেনাতে হিমাংশুকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ক্ষতবিক্ষত দেহগুলি পড়ে ছিল রাস্তার ধারে, দেখতে গিয়েই ৫ গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ল ‘সে’!

আলা ঘর থেকে উদ্ধার হয় ২টি এক নলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬টি তাজা বোমা। আগামী ১৭ এপ্রিল হাড়োয়ায় পঞ্চম দফার নির্বাচন। তার আগে অস্ত্র, বোমা ও গুলি মজুত করা হচ্ছিল বলে অভিযোগ। ভোটে অশান্তি ও আতঙ্ক পরিবেশ তৈরি করতে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।