ভোটের আগের রাতেই রহস্যজনকভাবে আগুন লাগল ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে। অন্যদিকে বঙ্গযুদ্ধে শরিক হতে পশ্চিবঙ্গে পা রাখলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। জোটের জট এখনও অব্যাহত। পুরুলিয়ার দুটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নামতে চলেছে বাম-কংগ্রেস। শনিবার থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021)। ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে গোলমালের আশঙ্কায় কমিশনে ছুটল তৃণমূল। ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। তার আগে পশ্চিম মেদিনীপুরে আজ তিনটি জনসভা রয়েছে মমতার (Mamata Banerjee)। অন্য দিকে, মমতার কেন্দ্র নন্দীগ্রামে সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করলেন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী। মমতার বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার তোপ দাগলেন তিনি।