West Bengal Assembly Election 2021 Phase 3: ভোটের সকালে সাংবাদিকদের দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন অন্তঃসত্ত্বা! জানালেন আগের রাতের ভয়াবহ অভিজ্ঞতা
ভোটের (West Bengal Assembly Election 2021) ঠিক আগেই ভয়াবহ অভিজ্ঞতা অন্তঃসত্ত্বা মহিলার।
পরিবারের অভিযোগ, সোমবার রাতেই কানাপাড়া এলাকায় তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী বাড়ি বাড়ি চড়াও হয়। ঘরের সীমানা পেরোলেই ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। ওই এলাকাতেই এক মহিলা গর্ভবতী। তাঁর বাবা বিজেপি সমর্থক। কিছুদিন আগে তাঁর ওপরেও তৃণমূল হামলা করে বলে অভিযোগ। আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি।
দেখুন ভিডিয়ো
ওই বিজেপি কর্মীর মেয়ে অন্তঃসত্ত্বা। পরিবারের দাবি, সোমবার রাতে বাড়িতে ছিলেন অন্তঃসত্ত্বা মহিলার বৃদ্ধা মা আর দুই সন্তান। অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে রীতিমতো শাসিয়ে যায় তাঁদের। ভয়ে সকালে বাড়ি থেকে বেরোতে পারেননি তাঁরা। সাংবাদিক দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেন অন্তঃসত্ত্বা মহিলা। তবে তখনও পর্যন্ত ভোট দিতে যেতে পারেননি তিনি।
শুধু ওই মহিলাই নয়, ভয়ে ভোট দিতে যেতে পারেননি ওই গ্রামের একটি অংশের প্রত্যেক বাসিন্দাই। তাঁরা প্রত্যেকেই বিজেপি সমর্থক বলেই নিজেদের দাবি করেছেন। গ্রামবাসীদের আরও দাবি, পুলিশকে তাঁরা গোটা বিষয়টি জানিয়েছেন। কিন্তু পুলিশও গ্রামে ঢোকেনি বলে দাবি তাঁদের।