টাকা পাচারে অভিযুক্তকেই টিকিট! কুলতলিতে বিক্ষোভ বিজেপির
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলিতে (Kultoli) বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। আর তাতেই ভোট আবহে (West Bengal Assembly Election 2021) বেআব্রু হল বিজেপির (Bengal BJP) গোষ্ঠী কোন্দল।
দক্ষিণ ২৪ পরগনা: টাকা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল। তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। এই অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলিতে (Kultoli) বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। আর তাতেই ভোট আবহে (West Bengal Assembly Election 2021) বেআব্রু হল বিজেপির (Bengal BJP) গোষ্ঠী কোন্দল।
প্রার্থী তালিকা ঘোষনা হতেই কুলতলিতে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। কুলতলিতে প্রার্থী হয়েছেন মিন্টু হালদার। তিনি জয়নগরের বাসিন্দা। তাঁকে বহিরাগত বলে উল্লেখ করছেন কুলতলির বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, দলীয় সভাপতি ও প্রার্থী দুর্নীতিগ্রস্ত।
অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগণা পূর্ব জেলা কমিটির সভাপতি সুনীপ দাসের অনুগামী মিন্টু হালদারকে প্রার্থী করা হলেও কুলতলিতে স্থানীয় ভূমিপুত্র অনেকেই দাবিদারI টাকা পাচার করার সময়ে পুলিশের হাতে মিন্টু হালদার একবার ধরা পড়েছিল বলেও অভিযোগ। জেলা সভাপতির পদত্যাগেরও দাবি তুলেছে কুলতলির বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: গরমিলের জবাব চেয়ে তলব! সারদা মামলায় ইডির দফতরে শুভাপ্রসন্ন
অন্যদিকে মিন্টু হালদার প্রার্থী হওয়ায় আনন্দে মেতেছেন তাঁর অনুগামীরা । মন্দিরে পুজো দিয়েছেন স্বয়ং প্রার্থী, ফাটানো হয়েছে আতসবাজি। দলীয় কর্মীদের বিক্ষোভ নিয়ে মিন্টুর সাফ কথা, “কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই বুঝেই নিয়েছেন। দলের কাছে আমি কৃতজ্ঞ। আমি দীর্ঘদিন ধরেই এখানে পর্যবেক্ষক ছিলাম। তাই দল সিদ্ধান্ত নিয়েছে।” নিজের জয়ের ব্যাপারে একান্ত আশাবাদী তিনি।