AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সরকারি চাকরিতে মেয়েদের সংরক্ষণ, ২১ মার্চ ইস্তেহার প্রকাশ করবেন স্বয়ং শাহ

ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ২১ মার্চ, রবিবার বিজেপির নির্বাচনী ইস্তেহার (BJP Manifesto) প্রকাশ করা হবে। সল্টলেকের ইজেডসিসি থেকে হবে ইস্তেহার প্রকাশ।

সরকারি চাকরিতে মেয়েদের সংরক্ষণ, ২১ মার্চ ইস্তেহার প্রকাশ করবেন স্বয়ং শাহ
ছবি- পিটিআই
| Updated on: Mar 19, 2021 | 3:44 PM
Share

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতেই নির্বাচনী ইস্তেহার (BJP Manifesto) প্রকাশ করবে বিজেপি। ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ২১ মার্চ, রবিবার বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে। সল্টলেকের ইজেডসিসি থেকে হবে ইস্তেহার প্রকাশ।

সূত্রের খবর, বিজেপির ইস্তেহারে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ইস্তেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

কী কী থাকছে বিজেপির ইস্তেহারে

স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য স্কলারশিপ ঠাকুরনগরের উন্নয়ন ঠাকুরনগর রেলস্টেশনের নাম পরিবর্তন। প্রথম সপ্তাহের মধ্যেই ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করে করা হবে ‘শ্রীধাম ঠাকুরনগর’।

সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন আয়ুষ্মান ভারত মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ হিন্দু ওবিসিদের জন্য চাকরিতে সংরক্ষণ পাশাপাশি চাষি ও মৎস্যজীবীদের জন্য আর্থিক প্যাকেজের প্রতিশ্রুতি।

আরও পড়ুন: গন্ধ শুঁকে হাঁটুতে থাবা, যুবককে ভিতরে নিয়ে গেল সিংহ’, প্রকাশ্যে আলিপুর চিড়িয়াখানার হাড়হিম দৃশ্য

উল্লেখ্য, চলতি সপ্তাহে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন, তৃণমূল ক্ষমতায় ফিরলে বাড়ানো হবে কৃষকবন্ধু প্রকল্পের ভাতা। বলেন, কৃষকবন্ধু প্রকল্পে বাড়ছে আর্থিক সাহায্য। এখন ১ কাঠা থেকে ১ একর পর্যন্ত জমিতে কৃষকরা বার্ষিক ১০ হাজার টাকা আর্থিক অনুদান পাবেন।