ওদের মধ্যে এক জনের বয়স সত্তোরের কোঠায়! ডালুবাবুর গাড়িতে ‘হামলায়’ ধৃত তিন তৃণমূল কর্মী

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) কংগ্রেস এমপি আবু হাসেম খান চৌধুরীর (Abu Hasem Khan Chowdhury) গাড়ির ওপর হামলার ঘটনাটি ঘটেছিল মালদার (Maldah) নতুন ন'ঘরিয়া এলাকায়।

ওদের মধ্যে এক জনের বয়স সত্তোরের কোঠায়! ডালুবাবুর গাড়িতে 'হামলায়' ধৃত তিন তৃণমূল কর্মী
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 2:07 PM

মালদা: মালদায় (Maldah) কংগ্রেস প্রার্থী ও সাংসদের ওপর হামলার ঘটনায় তিন তৃণমূল (TMC) কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) রবিবার হামলার ঘটনাটি ঘটেছিল মালদার নতুন ন’ঘরিয়া এলাকায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।  ধৃত তিন জনের নাম আসেম আলি, গাফ্ফর শেখ, কালিম খান। এখানে উল্লেখ্য, গাফ্ফর শেখ নামে ওই ব্যক্তির বয়স ৬৭ বছর।

রবিবার সকালে মালদার নতুন ন’ঘরিয়া এলাকায় প্রচার চালাচ্ছিলেন মানিকচকের কংগ্রেস প্রার্থী মোস্তাকিন আলম। সঙ্গে ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Chowdhury)। অভিযোগ, প্রচার চালানোর সময়েই তাঁদের ওপর হামলা হয়। মানিকচক বিধানসভার ইংরেজবাজারের নগরিয়া গ্রামে প্রচার মিছিল পৌঁছতেই একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন: জানলা দিয়ে ভেসে আসছিল মাংস রান্নার গন্ধ! আর সেই সূত্র ধরেই জওয়ানদের জালে দুই ‘হত্যাকারী’!

ফুলবাড়িয়া অঞ্চলের তৃণমূল প্রধান শেখ জাহিদুলের নেতৃত্বে এই হামলা হয় বলে কংগ্রেসের দাবি করে। যদিও শাসকশিবির এই অভিযোগ অস্বীকার করেছিল। ঘটনার তদন্তে নামে পুলিশ। রাতেই মালদা জেলা পুলিশ তিন জনকে গ্রেফতার করে। বাকি দুজনের বয়স চল্লিশের মধ্যে হলেও, এক জনের বয়স প্রায় সত্তোরের কোঠায়। রুগ্ন চেহারার সেই ব্যক্তি কীভাবে একজন সাংসদের গাড়িতে হামলা চালাল, তাজ্জব দুঁদে তদন্তকারীরাও।  ধৃতদের প্রত্যেকেরই বাড়ি নতুন ন’ঘরিয়া এলাকায়।