বাংলার নির্বাচনের ফলই বলে দেবে ২০২৪-এ দিল্লির মসনদ কার: যশবন্ত সিনহা

Mar 26, 2021 | 6:04 PM

রাজ্যসভার সাংসদ হতেই কি তৃণমূলে (TMC)? এই প্রশ্নেরও জবাব দিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন এই বিজেপি (BJP) নেতা

বাংলার নির্বাচনের ফলই বলে দেবে ২০২৪-এ দিল্লির মসনদ কার: যশবন্ত সিনহা
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: এবার বাংলার বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) ফলাফলই বলে দেবে ২০২৪-এ কেন্দ্রে কে ক্ষমতায় আসবে। জাতীয় রাজনীতিতে বাংলার ভোটের এই গুরুত্বের কথা বললেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বর্ষীয়ান নেতা যশবন্ত সিনহা (Yashwant Sinha)। এ রাজ্যে মতার বিরোধিতা করার মতো কোনও মুখ নেই বলেও উল্লেখ করেন তিনি।

বাংলার নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন এই বিজেপি নেতা বলেন, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি কিংবা অসম, কোনও রাজ্যেই জয়কে তেমন গুরুত্ব দিচ্ছে না মোদী-অমিত শাহরা। বাংলায় জয়ী হলে সেচাই বিজেপির সবথেকে বড় পুরস্কার হবে বলেই মনে করছেন যশবন্ত সিনহা।

তিনি মনে করেন, একুশের এই বিধানসভা নির্বাচনের ফলাফলই বলে দেবে ২০২৪-এ কে ক্ষমতায় আসবে দিল্লিতে। তাই তাঁর আর্জি পুরো দেশের স্বার্থে এবারই বিজেপিকে পরাস্ত করা উচিত। সংবাদসংস্থার মুখোমুখি হয়ে তিনি বলেন, “২১-এ তৃণমূলের জয় ২০২৪ লোকসভা নির্বাচনে প্রভাব পরিবর্তনের ইঙ্গিত দেবে। পুরো দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তণমূল জিতলে শক্তি পাবে বিরোধীরা।”

বহিরাগত ইস্যুতে যশবন্ত সিনহা বলেন, বাংলায় মমতার বিরোধিতা করার জন্য কোনও স্থানীয় মুখ নেই। তাই বার বার আনা হচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে। তাঁর দাবি ধার করেই বাংলায় দল চালাচ্ছে বিজেপি। অন্য দল থেকে নেতাদের নিয়েই দল চালানোর কথা বলেন তিনি।

আরও পড়ুন: ‘চার পাকিস্তান’ মন্তব্যের জের, তৃণমূল নেতাকে শোকজ নির্বাচন কমিশনের

যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দেওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন রাজ্যসভার সাংসদ হওয়াই তাঁর উদ্দেশ্য। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, তাঁর সিদ্ধান্তকে অত্যন্ত সস্তা নজরে দেখা হচ্ছে। অটল বিহারী বাজপেয়ী আমলে অর্থ মন্ত্রক সামলানো যশবন্ত সিনহা বলেন, বছর কয়েক আগেই তাঁকে রাজ্যসভার সাংসদ পদের অফার দিয়েছিল তৃণমূল ও আপ দুই দলই। দুটি প্রস্তাবই ফিরিয়ে দেন তিনি।

Next Article