কলকাতা: ‘সোনার বাংলা’র লক্ষ্যে একেবারে আদা-জল খেয়ে ময়দানে নেমেছে বিজেপি (BJP)। আংশিক প্রার্থী তালিকা তৈরি করতে তাদের দফায় দফায় বৈঠকই তা বুঝিয়ে দিচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে দিনভর বৈঠক শেষে দু’দফার প্রার্থী তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সে সব সেরে রাত সাড়ে তিনটেয় কলকাতায় পৌঁছেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে রাত সাড়ে তিনটেয় কলকাতায় ফেরেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেও মুখ খোলেন রাজীব।
আরও পড়ুন: West Bengal Election 2021 LIVE: আজই ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা মমতার, দিল্লিতে চলছে বিজেপিরও প্রস্তুতি
রাজীব বলেন, “প্রথম দুই দফার প্রার্থী তালিকা নিয়েই মূলত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে যে কমিটি রয়েছে, সেখানেও আলোচনা হয়েছে। আমাদের যা যা বক্তব্য ছিল তা পেশ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা তাঁরাই প্রকাশ করবেন। দু’-একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে।”
সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি আসন ধরে ধরেই আলোচনা হয়েছে। তবে বারবার উঠে এসেছে ‘হটসিট’ নন্দীগ্রামের নাম। যা খবর, শুভেন্দু অধিকারী সেখানে বিজেপির মুখ হতে পারেন। যদিও অধিকারী পরিবারের এই সদস্য তা নিয়ে মুখ খুলতে চাননি। শুধু শুনিয়ে রেখেছেন, “দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। তবে নন্দীগ্রামে জিতবে বিজেপিই।” অন্যদিকে মুকুল রায়ও রাজধানীতে দাঁড়িয়েই জানিয়েছেন, দলের বড় অংশ শুভেন্দুকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে ভোটের ময়দানে দেখতে চায়। আজই হয়ত এ বিষয় স্পষ্ট হতে পারে।