‘সাংসদদের এখন বিধানসভার ভোটে লড়াচ্ছে’, পুরুলিয়া থেকে বিজেপিকে তোপ মমতার

Mar 15, 2021 | 5:18 PM

গত পাঁচ বছরে সরকারের খতিয়ান তুলে ধরে মমতার (Mamata Banerjee) আবেদন, একটা ভোটও যেন বিজেপিতে না যায়।

সাংসদদের এখন বিধানসভার ভোটে লড়াচ্ছে, পুরুলিয়া থেকে বিজেপিকে তোপ মমতার
ফাইল চিত্র।

Follow Us

পুরুলিয়া: পায়ে চোট নিয়েই জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার পুরুলিয়া থেকে শুরু হল তাঁর ভোট প্রচার। প্রচারের প্রথম দিনই কড়া হুঁশিয়ারি ছুড়লেন বিজেপিকে, “আমি স্ট্রিট ফাইটার। যাঁরা মনে করছে আমার এক পা ভেঙে দিলে আমি আটকে পড়ব। তাদের বলব, আমি ভাঙি, তবু মচকাই না। বাকিদের ডুগডুগি বাজিয়ে দেব।”

ঝালদা, বাঘমুণ্ডিতে এদিন সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করে মমতা বলেন, “আমি যদি ভাঙা পায়ে লড়ে যেতে পারি, মাথা ফাটিয়ে দিয়েছে তবু লড়তে পারি আপনারাও পারবেন। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই। সবাই এগিয়ে আসুন। কেউ কেউ ভেবেছিল আমি আর বেরোতে পারব না। এসেছি আমি। আপনারাও এগিয়ে আসুন।”

রবিবার বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে চারজন সাংসদকে বিধায়ক পদপ্রার্থী করেছে। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক, স্বপন দাশগুপ্ত। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভা থেকে নাম না করেই এই ইস্যুতে কটাক্ষ করে বলেন, “বাংলা থেকে ১৮ জন এমপি। কোনও কাজ নেই। এখন তাঁরা বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে। এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি। জিজ্ঞাসা করুন কী কী করবে আর?”

আরও পড়ুন: পুরুলিয়ার জনসভায় কী বললেন মমতা

গত পাঁচ বছরে সরকারের খতিয়ান তুলে ধরে মমতার আবেদন, একটা ভোটও যেন বিজেপিতে না যায়। মমতার কথায়, “আজকে বুঝছেন না। কাল বুঝবেন। আমি যদি না থাকি কোনওভাবে।” পরক্ষণেই অবশ্য় প্রত্যয়ী সুর মমতার, “আমরা থাকবই। আমাদের সরানোর ক্ষমতা কারও নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি কিছুই করতে পারবে না। কারণ, আমরা মানুষের কাজ করি। মানুষের কাজ করব।”

Next Article