West Bengal Election 2021 Phase 7: অগ্নিমিত্রার গাড়ি আটকাল রানিগঞ্জ পুলিশ
নিরাপত্তাহীনতা থেকে তৃণমূল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি বিজেপি (BJP) প্রার্থীর।
পশ্চিম বর্ধমান: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গাড়ি আটকাল রানিগঞ্জ থানার পুলিশ। দেখতে চাওয়া হয় অনুমতিপত্রও। প্রায় ৩০ মিনিট গাড়িতেই বসে থাকতে হয় অগ্নিমিত্রাকে। সোমবার সপ্তম দফার ভোট চলাকালীন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাহেবগঞ্জে এই ঘটনা ঘটে। অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূলের অঙ্গুলিহেলনেই এ ধরনের ঘটনা ঘটছে।
অভিযোগ, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কমিশনের অনুমতি সংক্রান্ত নথিবিহীন কয়েকটি গাড়ি নিয়ে বুথে বুথে ঘুরছেন। সাহেবগঞ্জ এলাকায় পৌঁছতেই রানিগঞ্জ থানার আইসি বাহিনী নিয়ে প্রার্থীর গাড়ি আটকায়। আইসি নিজে বিজেপি প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা গাড়ির অনুমতিপত্র দেখতে চান। পুলিশের দাবি, একটি গাড়িতে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো। অথচ একাধিক গাড়ি ঘুরছে প্রার্থীর সঙ্গেই। পরে সব কিছু খতিয়ে দেখে অগ্নিমিত্রার সঙ্গে থাকা অন্যান্য গাড়ির নম্বর লিখে এবং ভিডিয়োগ্রাফি করেন তারপরই গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: সায়নীকে উদ্ধত তর্জনী পুলিসের ‘মাই নেম ইজ এন মণ্ডল’, ‘ডোন্ট শাউট’ পাল্টা প্রার্থী
অগ্নিমিত্রা বলেন, “আমার গাড়ির পিছনে আমার সংবাদমাধ্যমের বন্ধুদের গাড়ি রয়েছে। সেটাই ওদের সহ্য হচ্ছে না। অভিযোগ করেছে আমি নাকি বিরাট কনভয় নিয়ে যাচ্ছি। আরে আমি কী করব! আমার গাড়ির তো অনুমতি রয়েছে। সংবাদমাধ্যমও তো কমিশনের অনুমতি নিয়েই খবর সংগ্রহে এসেছে। এত মানুষ সঙ্গে আছে। তৃণমূলের অসুবিধা হচ্ছে।” অগ্নিমিত্রার দাবি, এ ভাবে তাঁকে আটকানো হচ্ছে। সময় নষ্ট করা হচ্ছে। প্রার্থী বলেন, “ওরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ ভোট হয়ে গিয়েছে। খুব ভাল ভোট হচ্ছে।”